গত ২৪ ঘন্টায় ফের রেকর্ড আক্রন্তের সংখ্যা, মারণ ভাইরাসের বলি ১৩২

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা আতঙ্ক যেন শান্তির ঘুম কেড়েছে দেশবাসীর। দিন দিন যেভাবে দেশে এই মারণ ভাইরাসের জেরে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়ে চলেছে, তা যে কোথায় গিয়ে ঠেকবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। দেশ চতুর্থ দফায় লকডাউনে একাধিক ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হলেও করোনা আক্রান্তের প্রতিদিনই নিত্যনতুন রেকর্ড যেন সবকিছুকেই ফিকে করে দিয়েছে। বৃহস্পতিবারও নতুন রেকর্ড গড়া থেকে বিরত থাকলনা এই মারণ ভাইরাস। 

এদিন স্বাস্থ্যমন্ত্রকের তরফে পাওয়া খবর অনুযায়ী, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৬০৯ জন। যার ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল  ১ লক্ষ ১২ হাজার ৩৫৯। একইসাথে গত ২৪ ঘন্টায় করোনার বলি ১৩২ জন। যার জেরে দেশজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩,৪৩৫ জন। 

যদিও এখনও পর্যন্ত করোনায় রেকর্ড আক্রান্তের সংখ্যা ছিল বুধবার। এদিন আক্রান্তের সংখ্যাটা ছিল ৫ হাজার ৬১১। কিন্তু দিন দিন যেভাবে করোনা ভাইরাসের জেরে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে তাতে লকডাউন আংশিক শিথিল হলেও সংক্রমণের সংখ্যাটা বাড়বে। ইতিমধ্য়েই বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার পাশাপাশি  অন্তরাজ্য বাস পরিষেবা ছাড়াও বিমান ও ট্রেন পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। কিন্তু এই সিদ্ধান্ত যে দেশবাসীর জন্য একপ্রকার অশনি সংকেত বহন করবে, তা আর বলার অপেক্ষা রাখেনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে ২০ মে বিশ্বে রেকর্ড হারে বেড়েছে আক্রান্তের সংখ্যা। এদিন দুনিয়ায় মোট ১ লক্ষ ৬ হাজার ৬৬২ জন আক্রান্ত হয়েছেন এই মারণ ভাইরাসে। গত ২৪ ঘন্টায় এটাই রেকর্ড আক্রান্তের সংখ্যা বলে জানা গিয়েছে।

 

 

 
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube