
নিউজটাইম ওয়েবডেস্ক : চলছে লকডাউনের পঞ্চম দফা। কিন্তু সংক্রমণের হার কমা তো দূর বরং যত দিন যাচ্ছে সংখ্যাটা যেন বেড়েই চলেছে। ইতিমধ্য়েই দেশজুড়ে জারি হয়েছে আনলক ১। তার মধ্যেই ২৪ ঘন্টায় নতুন করে রেকর্ড গড়ল দেশে করোনা আক্রান্তের সংখ্যা। সরকারি সুত্রে পাওয়া খবর অনুসারে হত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮,৯০৯ জন। যার জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২ লক্ষ ৭ হাজার ৬১৫।
করোনা সংক্রমণ রুখতে মার্চের শেষ দিক থেকে শুরু হয়েছিল লকডাউন। প্রয়োজনীয় পণ্য ও পরিষেবা ছাড়া বন্ধ ছিল প্রায় সমস্ত কিছুই। এই পরিস্থিতিতে সংকটের মুখে পড়েছিল দেশের অর্থনীতি। আর সেই অর্থনীতিকে চাঙ্গা করতেই লকডাউনের তৃতীয় দফা থেকে বেশ কিছু ক্ষেত্রে ছাড়পত্র দিতে শুরু করে কেন্দ্র সরকার। কিন্তু পঞ্চম দফার লকডাউনে সেই শিথিলতা বহুগুন বাড়ানো হলে সংক্রমিতের সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। লকডাউনের বিধিনিষেধ সঠিকভাবে পালন করার সময় আক্রান্তের সংখ্যা বৃদ্ধির হার ছিল অনেকখানি কম। কিন্তু এই শিথিলতার জন্য ১ লক্ষ থেকে আক্রান্তের সংখ্যাটা ২ লক্ষে পৌঁছাতে বেশি সময় নেয়নি। বিশেষকরা আশঙ্কা করছেন, আক্রান্তের হার এইভাবে বাড়তে থাকলে জুন মাসের শেষের দিকে এই সংখ্যাটা প্রায় দশ লক্ষের গন্ডি অতিক্রম করে যেতে পারে। সরকারের তরফে পাওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনার বলি হয়েছেন ২১৭ জন। গত ২৪ ঘন্টার নিরিখে এখনও পর্যন্ত ই সংখ্যাটা সবচেয়ে বেশি। ম-ত্যুর হার একদিনে ২০০ ছাড়িয়ে যাওয়ার ফলে এবার দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৫,৮১৫। তবে চিকিৎসকদের অভিযোগ, দেশে করোনায় মৃত্যুর বিষয়ে তথ্য গোপন করছে কেন্দ্র। যদিও সেই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। আগামী দিনে এই সংখ্যাটা আরও বাড়বে বলেই স্পষ্ট মত চিকিৎসকদের। তবে দুঃসংবাদের মধ্যেও আশার কথা হল, অন্য দেশের তুলনায় ভারতে সুস্থতার হার অনেক বেশি। এখনও পর্যন্ত এদেশে করোনার মতো মারণ ভাইরাসের সাথে লড়াই করে জয়া হয়েছেন ১ লক্ষ তিনশো ৩ জন।Latest posts by news_time (see all)
- নিয়ন্ত্রণ হারিয়ে উড়ে গেল গাড়ি, অবিশ্বাস্য ঘটনা ঘটল এরপর - February 9, 2023
- বৃহস্পতিবার শুরু মেগা সিরিজ - February 8, 2023
- কলেজের তিনতলা থেকে পড়ে গুরুতর আহত ছাত্রী - February 8, 2023