গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত ২৯ হাজার, বাড়ছে সুস্থতার হারও

নিউজটাইম ওয়েবডেস্ক : এবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৯ লক্ষ ছাড়াল। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছে ২৯ হাজার ৪২৯ জন। এখনও প‌র্যন্ত ২৪ ঘন্টায় সংক্রমণের হারে এটিই সর্বোচ্চ। বর্তমানে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৯ লক্ষ ৩৬ হাজার ১৮১ জন। একদিনে সংক্রমণের হার ৮.৯ শতাংশ। একদিনে মোট ‌যত পরীক্ষা করা হচ্ছে তার মধ্যে ‌যতজন কোভিড পজিটিভ হিসেবে চিহ্নিত হচ্ছেন সেই সংখ্যাকেই সংক্রমণের হার বলে চিহ্নিত করা হচ্ছে।

সংক্রমণের সাথে সাথে বাড়ছে মৃত্যুর হারও। মৃত্যের সংখ্যা ২৪ হাজার ছুঁল। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৫৮২ জনের। ফলে বর্তমানে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৩০৯ জন। শুধুমাত্র মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ১০ হাজার ৬৯৫ জনের। মৃতের হারে দ্বিতীয় স্থানে আছে দিল্লি, রাজধানীতে মৃতের সংখ্যা ৩ হাজার ৪৪৬। তামিলনাড়ুতে মৃতের সংস্থা  ২ হাজার ৯৯ জনের। গুজরাতে মৃত্যু হয়েছে ২ হাজার ৬৯ জনের।

আক্রান্তের হার বাড়লেও তার সাথে সাথে স্বস্তিদায়ক ভাবে বেড়েছে সুস্থতার হারও। এখনও প‌র্যন্ত সুস্থ হয়েছেন ৬ লক্ষ মানুষ। আক্রান্তের অনুপাতে  সুস্থতার হার প্রায় ৬৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২০ হাজার ৫৭২ জন। এর ফলে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল ৫ লক্ষ ৯২ হাজার ৩১ জন।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube