গত ২৪ ঘন্টায় দেশে রেকর্ড সংক্রমণ, আক্রান্ত ৯৯৭১ জন

নিউজটাইম ওয়েবডেস্ক : শনিবার স্পেনকে পিছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এসেছে ভারত। সংক্রমণের নিরিখে এখন ভারতের আগে ইউএস; ইউকে; ব্রাজিল; রাশিয়া। এই পরিসংখ্যানের মধ্যেও একদিনে সর্বাধিক ৯৯৭১ জনের সংক্রমণ  দেশে সংক্রমিত ২ লক্ষ ৪৬ হাজার ৬২৮ জন। স্বাস্থ্য মন্ত্রকের পোর্টালে এমনটাই উল্লেখ। এদিন পর্যন্ত দেশে মোট মৃত ৬৯২৯ জন। এই বিষয়ে দিল্লি এইমস-এর চিকিৎসক রণদীপ গুলেরিয়া বলেছেন, “দিনপিছু এভাবে মাত্রাছাড়া সংক্রমণ আরও দু’-তিন মাস চলবে। তবে এখনও গোষ্ঠী সংক্রমণের খবর নেই।”

১. সংক্রমণের নিরিখে তালিকার শীর্ষে মহারাষ্ট্র। গত ২৪ ঘন্টায় সে রাজ্যে ২৭৩৯ জন সংক্রমিত। সংক্রমিত প্রায় ৮৩ হাজার। মিশন বিগিন এগেইনের তৃতীয় দফা সোমবার থেকে শুরু হবে। শিথিল করা হবে একাধিক বিধি

২. সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে তামিলনাড়ু। মোট সংক্রমণ ৩০ হাজার ছাড়িয়েছে। গত ছ’দিন ধরে প্রায় হাজারের ওপর সংক্রমণের খবর মিলছে

৩. সুস্থতার হার বেড়ে ৪৮.৩৬%। রবিবার পর্যন্ত দেশে সুস্থ হয়েছেন ১,১৯,২৯৩ জন

৪. সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে দিল্লি। দিনপিছু গড়ে সংক্রমিত প্রায় ১১০০। সে রাজ্য মোট সংক্রমিত ২৭ হাজার ৫০০ ছাড়িয়েছে। মৃত ৭৬১ জন

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube