
নিউজটাইম ওয়েবডেস্ক : দেশে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সংক্রমণ রুখতে ২৫ মার্চ থেকে লকডাউন শুরু হলেও তাতে কোনভাবেই ইতিবাচক প্রভাব পড়ছেনা। আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৫৬৬। একইসাথে নতুন করে এই মারণ ভাইরাসের বলি হয়েছে ১৯৪ জন।
সম্প্রতি প্রতিদিনই নতুন নতুন রেকর্ড গড়ছিল দেশে করোনা আক্রান্তের সংখ্যা। এরইমধ্যে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ বলে জানা গিয়েছে । যার জেরে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৫৩১ জন। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৫৮ হাজার ৩৩৩ জন। করোনা যুদ্ধে জয়ী হয়েছেন ৬৭ হাজার ৬৯২ জন।এছাড়া চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৮৬ হাজার ১১০। ভারতে করোনা পরিস্থিতি নিয়ে একটি ৪৩ পাতার রিপোর্ট বানিয়েছেন মার্কিন প্রবাসী ভারতীয় অধ্যাপক ভ্রমর মুখোপাধ্যায়। সেখানে তিনি জানিয়েছেন, এখনই দেশে করোনা সংক্রমণ কমার কোন সম্ভাবনা নেই। বরং তা বাড়তে পারে। এমনকি জুলাইয়ের শুরুতে ভারতে আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।Latest posts by news_time (see all)
- হাওড়াবাসীদের জন্য একাধিক উপহার, আজ উদ্বোধনে মুখ্যমন্ত্রী - February 9, 2023
- নিয়ন্ত্রণ হারিয়ে উড়ে গেল গাড়ি, অবিশ্বাস্য ঘটনা ঘটল এরপর - February 9, 2023
- বৃহস্পতিবার শুরু মেগা সিরিজ - February 8, 2023