গত ২৪ ঘন্টায় দেশে কমেছে আক্রান্তের সংখ্যা, তবে বেড়েছে মৃতের হার

নিউজটাইম ওয়েবডেস্ক : গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছে ১০,৬৬৭ জন। এর ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩,৪৩,০৯১, জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সোমবার নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ১১,৫০২, তার থেকে বেশ খানিকটা কম। গত বেশ কয়েকদিন ধরেই সংক্রমণের কাঁটা ১১ হাজার ছুঁয়েছিল রোজ। মঙ্গলবার বেশ কয়েকদিন পর এই সংখ্যা কমল।

তবে বেড়েছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘন্টায় দেশে ৩৮০ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এর ফলে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৯,৯০০।

বর্তমানে দেশে চিকিৎসাধীন আছেন ১,৫৩,১৭৮ জন করোনা আক্রান্ত। সুস্থ হয়ে উঠেছেন ১,৮০,০১৩ জন। মহারাষ্ট্র এখনও প‌র্যন্ত আক্রান্তের সংখ্যায় শীর্ষে আছে, এই রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১,১০,৭৪৪ জন। চিকিৎসাধীন আছেন ৫০,৫৬৭ জন, সুস্থ হয়েছেন ৫৬,০৪৯ জন।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube