
নিউজটাইম ওয়েবডেস্ক : এখনও পর্যন্ত দৈনিক হিসাবে সর্বাধিক করোনা আক্রান্তের সন্ধান মিলেছে, হয়েছে রেকর্ড সংখ্যক মৃত্যুও। বুধবার রাজ্যে ২,৮১৬ জন নতুন করোনা রোগীর সন্ধান মিলেছে এবং গত ২৪ ঘণ্টায় ৬১ জন কোভিড আক্রান্তের মৃত্যু হয়েছে। এদিকে এই প্রথম সংক্রমণের হিসাবে কলকাতাকে ছাড়িয়ে গেল উত্তর ২৪ পরগনা। বুধবার নতুন করে ৭০৯ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে যা কলকাতার থেকে সংখ্যায় ৪৪ টি বেশি। বুধবারই বিধাননগর পুর কর্পোরেশনের এক তৃণমূল কাউন্সিলার হাসপাতালে ১২ দিন করোনার সঙ্গে যুদ্ধ করার পর মারা যান। দক্ষিণ ২৪ পরগনায় শাসক দলেরই আরেক বিধায়কের করোনা পজিটিভ ধরা পড়েছে।
বুধবার কলকাতায় ২৫ জনের মৃত্যু হয়েছে। ঠিক তার পাশের জেলা হাওড়ায় ২৯৩ জন নতুন করোনা রোগীর খোঁজ মিলেছে। ওদিকে হুগলি ও মালদহে যথাক্রমে ১৪৬ এবং ১৪৪ জনের শরীরে করোনা সংক্রমণ হয়েছে। বুধবার ২৭৮ জন রোগীকে করোনা মুক্ত বলে ঘোষণা করে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে। এর ফলে রাজ্যে করোনা থেকে পুনরুদ্ধারের হার বেড়ে ৭০.৩৬% হয়েছে। প্রতিদিনই করোনা পরীক্ষা করা হচ্ছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত এরাজ্যে ১০ লক্ষেরও বেশি মানুষের নমুনা পরীক্ষা হয়েছে। বুধবার রাজ্যে ২৪,০৪৭ জনের শরীরে নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভের হার ৮.৩৫%। রাজ্যের সরকারি হাসপাতালগুলোতে কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য বরাদ্দ করা মোট বে়ডের সংখ্যা ১১,৫৬০ টি, যার মধ্যে বর্তমানে ৭,০৩৫ টি বেড ফাঁকা রয়েছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022