গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১৫,৪১৩ জন

নিউজটাইম ওয়েবডেস্ক : গত ২৪ ঘন্টায় ভারতে করোনা সংক্রমিত হয়েছেন ১৫,৪১৩ জন। মোট আক্রান্তের সংখ্যা পেরোলো ৪ লাখ। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুসারে, দেশে কোভিড-১৯ পজিটিভের সংখ্যা মোট ৪,১০,৪৬১। আর সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২,২৭,৭৫৫ জন। এ যাবৎ কোভিড-১৯ সংক্রমণে দেশে মৃত্যু হয়েছে ১৩,২৫৪ জনের।

করোনার কারণে এবার আন্তর্জাতিক যোগ দিবের অনুষ্ঠানও ভার্চুয়াল প্রক্রিয়ায় পালিত হয়। এবারের থিম ছিল, ‘বাড়িতে যোগ ও পরিবারের সঙ্গে যোগ’। এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী করোনা রোধে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে যোগাভ্যাসের কার্যকারিতার কথা বলেছেন। তাঁর মতে, ‘ভালো স্বাস্থ্যই আশার আলো দেখায়। স্বাস্থ্যকর ও উন্নত মানবিকতার স্ফুরণ ঘটতে আর বেশি দেরি নেই। আর এতে সহায়তা করবে যোগাভ্যাস।’

বিশ্বব্যাপী করোনা প্রকোপ। পৃথিবীতে ৮.৭ লাখের উপর মানুষ করোনা আক্রান্ত। মৃত্যু হয়েছে প্রায় ৪.৬ লক্ষ মানুষের। করোনার প্রতিষেধকতৈরিতে চলতি বছরের শেষ সাফল্য আসবে বলে আশা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube