
নিউজটাইম ওয়েবডেস্ক : গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ৯৯৮৫। প্রায় একই হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এর ফলে সমগ্র দেশে মোট কেভিড আক্রান্তের সংখ্যা হল ২,৭৬,৫৮৩। জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রক।
২৭৯ জন কোভিড আক্রান্তের মৃত্যু হয়েছে গত ২৪ ঘন্টায়। এর ফলে দেশে মোট মৃতের সংখ্যা ৭৭৪৫। বর্তমানে দেশে চিকিৎসাধীন আছেন ১,৩,৬৩২ জন কোভিড-১৯ আক্রান্ত। ১,৩৫,২০৫ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন। সংক্রমণের নিরিখে শীর্ষে মহারাষ্ট্র। এপর্যন্ত মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৯০,৭৮৭। এরপরই আছে তামিলনাড়ু, এই রাজ্যে সংক্রমণের সংখ্যা ৩৪,৯১৪। আইসিএমআরের তথ্য অনুসারে গত ২৪ ঘন্টায় ১,৪৫,২১৬ টি সোয়াব নমুনা পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত সমগ্র দেশে মোট করোনা পরীক্ষা হয়েছে ৫০,৬১,৩৩২টি।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022