
নিউজটাইম ওয়েবডেস্ক : একদিকে করোনাভাইরাসের থাবা, অন্যদিকে সৌদি আরব ও রাশিয়ার দ্বন্দ। দুইয়ের ধাক্কায় এক লাফে পড়ছিল পেট্রল ও ডিজেলের দাম। বুধবার অপরিবর্তিত থাকল দর।
বুধবার কলকাতায় প্রতি লিটার পেট্রলের বিক্রয় দর ৭২.৯৮ টাকায়। অন্যদিকে, প্রতি লিটার ডিজেলের দাম ৬৫.৩৪ টাকা। এদিন দিল্লিতে লিটারপিছু পেট্রলের দাম পড়ছে ৭০.২৯ টাকা। লিটারপিছু ডিজেলের দাম থাকবে ৬৩.০১ টাকা। মুম্বইতে প্রতি লিটার পেট্রলের দাম যাচ্ছে ৭৫.৯৯ টাকা। বুধবার চেন্নাইয়ে এক লিটার পেট্রল বিকোচ্ছে ৭৩.০২ টাকায়। এবং লিটারপিছু ডিজেলের দর ৬৬.৪৮ টাকা। গত সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ২৫ শতাংশ নেমেছিল। যদি ও তার আগে থেকেই তেলের দাম নিম্নমুখী ছিল। মঙ্গলবার পর্যন্ত টানা ছ’দিন দাম কমের দিকেই ছিল।। তার জেরে গত ন’মাসে মঙ্গলবার সর্বনিম্ন ছিল পেট্রলের দাম। আর ১৩ মাসে সবথেকে কম ছিল ডিজেলের দর। এদিন অবশ্য দাম অপরিবর্তিত রয়েছে। তবে মঙ্গলবার থেকে আন্তর্জাতিক বাজারে কিছুটা উত্তরমুখী হয়েছে অপরিশোধিত তেলের দাম।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022