গণ্ডারের তাড়া, জলদাপাড়ায় জারি হল সতর্কবার্তা

নিউজটাইম ওয়েবডেস্ক : শনিবার জলদাপাড়া জাতীয় উদ্যানে জঙ্গল সাফারিতে বেরিয়ে আচমকাই গন্ডারের আক্রমণের শিকার হন কলকাতার এবং শিলিগুড়ির মোট ছয় জন পর্যটক। গন্ডারের তারা খেয়ে গাড়ি উল্টে আহ্ত হন প্রত্যেকেই। তারা প্রত্যেকেই বর্তমানে সুস্থ রয়েছে বলে জানান বনদপ্তর। রবিবার সকালে টুরিস্ট গাইড এবং সাফারিচালকদের নিয়ে মাদারি হাটে এক বৈঠক করেন জলদাপাড়ার ডিফও দীপক এম। জলদাপাড়া গাইড এবং সাফারিচালকদের উদ্দেশ্যে বেশ কিছু সতর্কবার্তা সেদিন জানানো হয়।

ডি এফ ও দীপক এম জানান, জলদাপাড়া জাতীয় উদ্যানে এর আগে এমন কোনও ঘটনা ঘটেনি। এই প্রথমবার কোন পর্যটক বোঝায় গাড়ির উপরে আক্রমণ চালালো গন্ডার। তবে সাফারিচালকদের ক্ষেত্রে ইন্সুরেন্স বিহীন যে সমস্ত গাড়িকে জঙ্গল সাফারির কাজে চালানো হচ্ছে, তা সম্পূর্ণরূপে বন্ধ করে হবে। এছাড়াও প্রত্যেকটি সাফারি গাড়িতে ফাস্টেড কিট থাকতে হবে। আগামী তিন চার দিনের মধ্যেই টুরিস্ট গাইড, কার সাফারি ড্রাইভার এবং গাড়ির মালিকদের নিয়ে একটি ওয়ার্কশপ করা হবে বনদপ্তরের পক্ষ থেকে।

তিনি আরও বলেন গতকালকের ঘটনার পরেও জঙ্গল সাফারিতে পর্যটকদের উৎসাহের কোন প্রভাব পড়েনি। আজকেও স্বাভাবিক সময় মেনে জঙ্গল সাফারি হচ্ছে। জঙ্গল সাফারি রুটে যে সমস্ত রাস্তার দু’ধারে যে সমস্ত জঙ্গল রয়েছে তা খুব তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলা হবে।

গত কালকের ঘটনার পরেও এটুকুও প্রভাব পড়েনি জলদাপাড়া জঙ্গলে আসা পর্যটকদের মধ্যে। আজও জঙ্গল সাফারিতে দেখা গেল পর্যটকদের ভিড়। মুর্শিদাবাদ থেকে বেড়াতে আসা পর্যটক শিপ্রা সাহা জানান, এটি নিছোক একটি দুর্ঘটনা। এমন দুর্ঘটনা রাস্তাতেও ঘটতে পারে। আমি আমার সপরিবার নিয়ে এসেছি এবং এখানে কার সাফারি করব।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube