গণধর্ষণের শিকার হলেন উন্নাওয়ের নির্যাতিতা

নিউজটাইম ওয়েবডেস্ক : আবার  গণধর্ষণের শিকার হলেন উত্তরপ্রদেশের উন্নাওয়ের নির্যাতিতা। পাঁচজন মিলে তাঁকে গণধর্ষণ করেছে বলে জানিয়েছেন উন্নাওয়ের ওই বধূ। তিন বছর আগের একটি গণধর্ষণ মামলায় আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। আদালত-ঘর করার মধ্যেই আলাপ হয়েছিল কয়েকজন ব্যাক্তির সাথে। দ্রুত বিচার পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে, তারা ভাব জমিয়েছিল ওই নির্যাতিতার সঙ্গে।  তাদের উপর নির্ভরও করেছিলেন। সেই বিশ্বাসের অমর্যাদা করে, পাঁচ জনে মিলে তাঁকে আবারও ধর্ষণ করে বলে অভিযোগ।

পুলিশ সূত্রে খবর, ২০১৭ সালে প্রথমবার গণধর্ষণের শিকার হয়েছিলেন উন্নাওয়ের ওই নির্যাতিতা। ঘটনার প্রায় তিন বছর পরেও সেই মামলার এখন ও বিচার হয়নি। অভিযুক্তদের মধ্যে তাঁর স্বামীও রয়েছে।  সূত্রের খবর,২০১২ সালে নির্যাতিতার বিয়ে হয়। বিয়ের পাঁচ বছর পর, এক রাতে মহিলার স্বামী ও তার দুই বন্ধু মিলে তাঁকে রেপ করে। অভিযোগের পর থেকে জেলেই বিচারাধীন বন্দি হিসেবে রয়েছে তাঁর স্বামী।

বিচার দেরী হওয়ায়, অধৈর্য হয়ে পড়েছিলেন নির্যাতিতা। এই অবস্থায় তাড়াতাড়ি সুবিচার পাওয়ার প্রলোভন দেখায়,তাতোই ভরসা করে ঠকে ‌যান নি‌র্যাতিতা।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের নাম অনুপ সিং, দিলীপ যাদব, সতীশ, নভরজ সিং ও বিশ্বনারায়ণ সিং। এই ঘটনায় উত্তরপ্রদেশের বাঙ্গারমাও থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তদের একজনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। বাকি ৪ জন ফেরার। তাদের খোঁজ চলছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube