
নিউজটাইম ওয়েবডেস্ক : কথায় আছে, ‘সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার’। তাই গঙ্গাসাগর মেলা নিয়ে ভক্তদের উন্মাদনা থাকে সারাবছর। কথিত আছে গঙ্গাসাগরে স্নান করতে পারলে পাপক্ষয় হয়। কোভিডের বছরগুলিতে গঙ্গাসাগর দর্শন হয়নি অনেকেরই। ভরসা ছিল ই-স্নানেই। কিন্তু এই বছর গঙ্গাসাগর যাওয়ার জন্য তৈরি দর্শকেরা। তাই গঙ্গাসাগর মেলার আগে একগুচ্ছ ব্যবস্থা নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী বেশ কিছু নির্দেশিকা দিয়েছেন। সেখানে তিনি বলেন, ১৪ জানুয়ারি পূন্য স্নান হবে গঙ্গাসাগরে।৮ তারিখ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত গঙ্গাসাগর মেলা হবে।গঙ্গাসাগরে ট্যাক্স ইতিমধ্যেই মুকুব করা হয়েছে।গঙ্গাসাগরে মনিটরিং এর জন্য কন্ট্রোল রুম হয়েছে। থাকবে সাগর বন্ধু। ভক্তদের যাতে অসুবিধে না হয় সেই কারণে দশটি টেম্পোরারি পাওয়ার স্টেশন হবে। এক্সিডেন্টাল কভারেজ থাকবে ৫ লক্ষের। ১১৫০ টি সিসিটিভি ক্যামেরা, তিন হাজার ভলেন্টিয়ার থাকবে বিচ সাফ করার জন্য। চিকিৎসার সুবিধের জন্য ক্যাম্প থাকবে। নজরদারির জন্য ড্রোন থাকবে। চারটি ওয়াটার এম্বুলেন্স। থাকবে এয়ার এম্বুলেন্স।সিনিয়র পুলিশ অফিসাররা দায়িত্বে থাকবে গঙ্গাসাগরে।পিজি শম্ভুনাথ বাঙুর হাসপাতাল আলাদা করে তৈরি করা হবে চিকিৎসার জন্য ।কাকদ্বীপ সুপার স্পেশালিটি এবং ডায়মন্ডহারবারের হাসপাতাল রেডি করতে হবে।৫০০র বেশি বেসরকারি বাস থাকছে মেলাত। গঙ্গাসাগরে যাতায়াত করা যেতে পারে এক টিকিটে। বিগত বছরগুলির মত। আগুন নিয়ন্ত্রণের জন্য বেশ কিছু দমকল থাকবে। যাতায়াতের জন্য থাকবে ১০০ টি লঞ্চ।Latest posts by news_time (see all)
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023
- কাজীপাড়ার ঘটনা নিয়ে সরব আইএসএফ বিধায়ক - April 1, 2023