
নিউজটাইম ওয়েবডেস্ক : বাড়ির মধ্যেই আগুনে পুড়ে মৃত্যু দুই শিশু কন্যার। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দাসপুর থানার মাগুরিয়া গ্রামে। মৃত ওই দুই শিশুর নাম, সুদীপা সামন্ত ও যশোদা সামন্ত। ঘটনার পরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।
জানা গিয়েছ, শনিবার রাত্রি ৮টা নাগাদ ঘটেছে এই মর্মান্তিক ঘটনাটি। মৃত সুদীপা সামন্ত (৫) ও যশোদা সামন্ত (৩)-র বাবা তরুণ সামন্ত পেশায় একজন দিনমজুর। দুই কন্যা সন্তান ও স্ত্রী সহ খড়ের চালা ঘরে দিনযাপন করেন তরুনবাবু। শনিবার সন্ধ্যের সময় তরুণবাবু ও তার স্ত্রী দুই মেয়েকে বাড়িতে রেখে বাড়ির বাইরে যান। ঠিক তখনই কোনভাবে কেরোসিনের লম্ফের আগুন লেগে যায় বাড়িতে। ৫ বছর ও ৩ বছরের ওই দুই শিশু কন্যাও শুধুমাত্র বাড়িতে থাকায় কোন ভাবেই তারা আগুন ঠেকাতে পারেনি। প্রথমে আগুনের পরিমান সামান্য থাকলেও পরে তা সারা ঘরে ছড়িয়ে পড়ে। তার জেরেই বাড়ির মধ্যেই আটকে অগ্নিদগ্ধ হয়ে মারা যায় ওই দুই শিশু। খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হন দাসপুর থানার পুলিশ । পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।Latest posts by news_time (see all)
- বিশ্বজয় করে বাড়ি ফিরলেন হৃষিতা - February 2, 2023
- সেপটিক ট্যাংক থেকে কঙ্কাল উদ্ধার, চাঞ্চল্য - February 2, 2023
- রিজিওনাল ফরেন্সিক ল্যাবরেটরির উদ্বোধনে মুখ্যমন্ত্রী - February 2, 2023