খোঁজ মিলল অস্ত্রধারী যুবকের

।। শান্তনু করন ।।

রামনবমীর দিনে হাওড়া শিবপুরে অস্ত্র হাতে এক যুবককে মিছিলে হাঁটতে দেখা যায় । এই ছবি ক্যামেরাবন্দি হতেই চারদিকে ভাইরাল হতে দেখা যায় । তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও টুইট করেন ওই ছবি । এর প্রেক্ষিতে শুরু হয় রাজনৈতিক চাপানোউতোর ।

গতকাল হাওড়া সিটি পুলিশের গোয়েন্দাদের হাতে বিহারের মুঙ্গেরে গ্রেপ্তার হয় সুমিত সাউ (১৮) নামে ওই যুবক । আগামীকাল ধৃতকে ট্রানজিট রিমান্ডে হাওড়ায় আনা হবে ।

জানা গেছে সুমিতের বাড়ি হাওড়ার সালকিয়ায় । দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করার পর লকডাউনের কারণে সে পড়াশোনা ছেড়ে দেয় । বর্তমানে সে লরির খালাসির কাজ করে । লাইসেন্স না থাকলেও সে গাড়ি চালাতে পারে ।

তার মা সোমা সাউ জানিয়েছেন সেই দিন তারা মিছিলে হেঁটেছিলেন । তবে সেই অস্ত্র আসল নাকি নকল তা তিনি জানেননা । কিভাবে তার ছেলের কাছে অস্ত্র এলো তা তিনি জানেন না । তার ছেলেকে ফাঁসানো হয়েছে । তিনি আরও বলেন, গত শনিবার পুলিশ বাড়িতে এসেছিল । তার ছেলে নির্দোষ । তার ছেলে কোন রাজনীতির সঙ্গে জড়িত নয় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube