
নিউজটাইম ওয়েবডেস্ক :
পুরো স্পেন জুড়ে এখন লকডাউন। দেশের এহেন পরিস্থিতেতে বড়সড় ক্ষতির মুখে পড়েছে বার্সেলোনা। আর সেই আর্থিক ক্ষতির মুখ থেকে কিছুটা হলেও কাটিয়ে ওঠার জন্য দলের খেলোয়াড়দের বেতন থেকে ৭০ শতাংশ কেটে নেওয়ার প্রস্তাব দিয়েছিল বার্সা। কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি মেসি সহ তাঁর সতীর্থরা। তবে দেশের পরিস্থিতি ক্রমশ সংকটজনক হওয়ায় অবশেষে দলের প্রস্তাবে রাজি হলেন তাঁরা।
এদিন বার্সা অধিনায়ক মেসি নিজেই ক্লাবের কর্মকর্তা সহ অন্যান্য কর্মচারীদের বেতনের দিকটি বিবেচনা করে ক্লাবের প্রস্তাব মেনে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। এদিন ইনস্টাগ্রামে মেসি লেখেন, ‘রাষ্ট্রীয় জরুরি অবস্থার মধ্যে বার্সার মূল দলের বেতন সংক্রান্ত অনেক বিষয়েই আলোচনা করা হয়েছে। অন্য কিছু ঘটার আগে আমরা এটা নিশ্চিত করতে চাই যে, আমরা শুরু থেকেই বেতন কাটার ব্যাপারে সম্মত ছিলাম। কারণ আমরা জানি যে এটা একটা ভিন্ন পরিস্থিতি এবং ক্লাবের এই জরুরি মুহূর্তে আমরাই শুরুতে এগিয়ে এসেছি।’
এখানেই শেষ না করে তিনি আরও বলেন, ‘ক্লাবের প্রস্তাব গ্রহন করতে আমাদের একটু দেরি হয়েছে ঠিকই তবে আমরা ক্লাব এবং এর কর্মচারীদের সাহায্য করার উপায় খুঁজছিলাম। তবে আমাদের তরফে জানানো হচ্ছে যে, ক্লাবের প্রস্তাব মতো আমরা আমাদের বেতনের ৭০ শতাংশ ছাড় দিতে রাজি আছি যাতে ক্লাবের কর্মচারীরা ১০০ শতাংশ আয় করতে পারে।’
প্রসঙ্গত, করোনার জেরে স্থগিত রাখা হয়েছে স্পেনের সমস্ত ফুটবল ম্যাচ। দেশের লকডাউনের জেরে বন্ধ হয়ে গিয়েছে সমস্ত ক্লাবগুলির আয়। একটি রিপোর্টে বলা হয়েছে, এভাবে চলতে থাকলে প্রায় ১০০ মিলিয়ন ইউরোর লোকসানের সম্মুখীন হবে বার্সা। তাই এই ক্ষতি ঠেকাতেই খেলোয়াড়দের বেতন কাটার সিদ্ধান্ত নেওয়া হয় বার্সা কর্তৃপক্ষের তরফে। কিন্তু প্রথম দিকে সেই প্রস্তাবে রাজি না হলেও অবশেষে তা মেনে নিলেন তাঁরা।
Latest posts by news_time (see all)
- মুম্বাইয়ের স্কুলে শিক্ষিকা কারিনা - March 26, 2023
- প্রধানমন্ত্রীর “মন কি বাত” - March 26, 2023
- শ্রীলঙ্কার এক ব্যক্তিকে আটক করে ভারতীয় উপকূল রক্ষী - March 25, 2023