
নিউজটাইম ওয়েবডেস্ক : ১৯ বছর পর আবার লিগ খেতাব জয়ের হাতছানি আর্সেনালের। টান টান উত্তেজনার ম্যাচে ম্যান ইউকে হারিয়ে খেতাবী লড়াইয়ে আরও এক ধাপ এগোলো আর্সেনাল। পিছিয়ে পড়েও ৩-২ গোলে জয় তুলে নিল মিচেল আর্টিকার দল। ম্যাচের শুরুতে র্যাশফোর্ডের গোলে এগিয়ে গিয়েছিল রেড ডেভিলসরা। কিন্তু সাত মিনিটের মধ্যে গোল শোধ করেন এনকেটিয়া।
দ্বিতীয়ার্ধের শুরুতে সাকা গোল করে এগিয়ে দিয়েছিলেন আর্সেনালকে। কিন্তু লিড ধরে রাখতে পারেনি আর্সেনাল। মার্টিনেজ ম্যান ইউকে সমতায় ফেরান। কিন্তু নাটক তখনও বাকি ছিল।৯০ মিনিটে ইপিএলের শীর্ষস্থানাধিকারীদের হয়ে জয়সূচক গোলটি করেন এনকেটিয়া। ১ ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা সিটির সঙ্গে ৫ পয়েন্টের ব্যবধান আর্সেনালের। স্বপ্ন দেখাচ্ছেন সাকারা।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার জন্য প্রস্তুত উত্তরাখণ্ড - March 23, 2023
- হাড়ের স্বল্প ঘনত্ত্ব বাড়িয়ে তুলতে পারে ডিমেনশিয়ার সম্ভাবনা - March 23, 2023
- স্কুলে অভাব জলের, জল আনতে ভ্যান নিয়ে ছুটছেন শিক্ষকরা - March 23, 2023