লা লিগায় বার্সার জয়রথ অব্যাহত। কাদিসের বিরুদ্ধে ২-০ গোলে জয় পেল কাতালান জায়ান্টরা। সেইসঙ্গে খেতাব জয়ের পথে আরও কিছুটা এগোলো বার্সেলোনা। প্রথমার্ধেই রোবের্তো এবং লেওয়ানডস্কির গোলে ম্যাচের ফয়শালা হয়ে গেল। ২২ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে লা লিগায় শীর্ষে থাকল বার্সা, দ্বিতীয় স্থানে থাকা রিয়াল আট পয়েন্ট দূরে। ট্রফির গন্ধ পেতে শুরু করে দিয়েছে জাভির দল।
লা লিগায় দ্বিতীয় পর্বের এল ক্লাসিকো হবে আগামী ১৯ মার্চ। ক্যাম্প নউ-তে মুখোমুখি হবে বার্সা-রিয়াল। প্রথম পর্বের ম্যাচে ঘরের মাঠে ৩-১ গোলে জয় পেয়েছিল রিয়াল। এবার বার্সেলোনার কাছে বদলা নেওয়ার সুযোগ। ডার্বি জিতেই লিগ জয় সুনিশ্চিত করতে চাইছে জাভির দল ।