
নিউজটাইম ওয়েবডেস্ক : মেরামতির পর আজ থেকে খুলে গেল সাঁতরাগাছি ব্রীজ।আগের মতোই যান চলাচল করতে পারবে ব্রিজ দিয়ে। এতদিন মেরামতি চলার কারণে যান নিয়ন্ত্রণ করা হচ্ছিল ব্রিজে। একদিক দিয়েই চলছিল গাড়ি। এবার থেকে দু দিক দিয়েই যাতায়াত করতে পারবে গাড়িগুলি।বড়দিনের আগেই ব্রীজ উন্মুক্ত হয়ে যাওয়ায় বেশ খুশি যাত্রীরা।
অন্যদিকে পরিস্থিতি খতিয়ে দেখতে সাঁতরাগাছি ব্রিজ পরিদর্শনে এলেন হাওড়া সিডি পুলিশের কমিশনার প্রবীণ ত্রিপাঠি, ডিসি ট্রাফিক অর্ণব বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকরা। সাঁতরাগাছি ব্রিজের সংস্কারের কাজ চলাকালীন সাধারণ মানুষ বা যাত্রীদের সহযোগিতায় খুশি পুলিশ প্রশাসন। তাই পরিদর্শনে এসে পুলিশের পক্ষ থেকে যাত্রী সাধারণের হাতে চকলেট তুলে দিয়ে অভিনন্দন জানানো হয় এবং পুলিশ কমিশনার জানিয়েছেন ড্রোনের সাহায্যে এই সাঁতরাগাছি ব্রিজ সহ কোনা এক্সপ্রেস এর উপরে ড্রোনের মাধ্যমে প্রতিদিন নজরদারি চালানো হবে এবং তার ভিত্তিতে যান চলাচল নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে সুবিধা হবে।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023