
নিউজটাইম ওয়েবডেস্ক : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে আনলক ৩-এর বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যেভাবে কোভিডের কেস দিনে প্রায় ৫০ হাজার করে বাড়ছে, সেখানে খুব বেশি ছাড়া দেওয়ার পথে যাই নি কেন্দ্র। সেই কারণেই খুলছে না স্কুল, কলেজ, মেট্রো ইত্যাদি। শুধু উঠে গেল রাতের বিধিনিষেধ। এক নজরে যাবতীয় নিষেধাজ্ঞা যেগুলি এখনও বলবৎ থাকবে।
>আগামী ৫ অগাস্ট থেকে প্রয়োজনীয় সুরক্ষাবিধি মেনে খোলা যাবে জিম ও যোগাসনের প্রতিষ্ঠান >বন্ধ থাকবে স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান। অনলাইন পড়াশোনার ওপর জোর দিতে হবে। >খুলছে না সিনেমা হল, সুইমিং পুল, অডিটোরিয়াম, থিয়েটার, পানশালা প্রভৃতি স্থান >মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। >আন্তর্জাতিক বিমান বন্ধ থাকবে শুধু যেগুলি বিশেষ ছাড়পত্র পাবে, সেগুলি ছাড়া। >রাজনৈতিক, বিনোদনমূলক, সাংস্কৃতিক, ধর্মীয়, খেলাধুলো সম্পর্কিত ইত্যাদি যাবতীয় অ্যাক্টিভিটি বন্ধ থাকবে যেখানে অনেক জন সমাবেশ হতে পারে। >স্বরাষ্ট্রমন্ত্রকের নিয়ম মেনে যাবতীয় সাবধনতা অবলম্বন করে স্বাধীনতা দিবস পালন করা যেতে পারে। >কনটেনমেন্ট জোনে ৩১ অগস্ট অবধি লকডাউন চলবে। >রাজ্যরা চাইলে কনটেনমেন্ট জোনের বাইরেও অন্যত্র কিছু নিষেধাজ্ঞা জারি করতে পারে। >কোনও ভাবেই কেন্দ্রের বেঁধে দেওয়া নিয়মাবলী শিথিল করতে পারবে না রাজ্যগুলি। >এর আগের নিয়ম অনুযায়ী রাতে চলাচলের ওপর বিধিনিষেধ ছিল। এবার সেটি উঠিয়ে দেওয়া হয়েছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022