
নিউজটাইম ওয়েবডেস্ক : ।। প্রসেনজিৎ সাহা ।।
নকল সোনার বাট বিক্রির অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। নকল সোনার বাট দিয়ে ৩৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। তদন্তে নেমে নকল সোনার বাটসহ ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা উদ্ধার করল ভাঙড় থানার পুলিশ। এই ঘটনায় ইসরায়েল মোল্লা ও সফিকুল মোল্লা নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে ভাঙড় থানার পুলিশ। বৃহস্পতিবার উদ্ধার হয় এই সোনা। ভাঙড় থানার বড়ালীর একটি প্লাস্টিক কারখানার মালিককে অভিযুক্ত এই দুজন সোনার বাট বিক্রি করেছিল ৩৪ লক্ষ টাকায়। প্রায় এক কেজি পরিমানের সোনা বিক্রি করা হয়েছিল। সোনা বিক্রির পরই ইসরায়েল মোল্লা সহ তার সঙ্গীরা কলকাতা এয়ারপোর্ট হয়ে দিল্লিতে পালিয়ে যায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে ভাঙড় থানার পুলিশকর্মীরা দিল্লি থেকে ইজরায়েল মোল্লাকে গ্রেফতার করে ভাঙর থানায় এনে জিজ্ঞাসাবাদ করে তার সঙ্গী সফিকুল মোল্লাকেও গ্রেফতার করে ভাঙড়ের খড়গাছি এলাকা থেকে। এই ঘটনার সঙ্গে কুতুবউদ্দিন মোল্লা, বাপ্পা মোল্লা সহ আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে বলে তদন্তে জানতে পেরেছে পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক বাকি অভিযুক্তরা। পুলিশ তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে। বড়ালির প্লাস্টিক কারখানার মালিক বিষ্ণু আগরওয়াল সোনা কেনার পর বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। তারপরেই ভাঙড় থানায় অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে পুলিশ কর্মীরা ইসরাইল ও সফিকুলকে গ্রেফতারের পাশাপাশি নকল সোনার বাট ও ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা উদ্ধার করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ভাঙড় থানার পুলিশ।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার জন্য প্রস্তুত উত্তরাখণ্ড - March 23, 2023
- হাড়ের স্বল্প ঘনত্ত্ব বাড়িয়ে তুলতে পারে ডিমেনশিয়ার সম্ভাবনা - March 23, 2023
- স্কুলে অভাব জলের, জল আনতে ভ্যান নিয়ে ছুটছেন শিক্ষকরা - March 23, 2023