খুদের সাহসিকতায় প্রাণ বাঁচল সহপাঠীদের

।। স্বর্ণালী মান্না ।।

একটি ১৩ বছরের স্কুল পড়ুয়ার উপস্থিত বুদ্ধির জেরে প্রাণ বাঁচল আরও ৬৬ জন সহপাঠীদের ।সম্প্রতি একটি ভাইরাল হয়ে যাওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, মিশিগানের ল্যান্সিংয়ে, স্কুল বাস চালাতে চালতে জ্ঞান হারান বাসের চালক ।

স্কুল বাসে তখন ভর্তি পড়ুয়া । স্কুল থেকে বাড়ি ফেরার সময় আচমকাই ড্রাইভারের আসনে বসা ওই মহিলা বাসচালক অজ্ঞান হয়ে যান । ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে পড়ুয়ারা । এমন অবস্থায় বুদ্ধি খাটিয়ে, সাহস করে পরিস্থিতি সামাল দিতে আসে কার্টার মিডিল স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র ডিলন ।স্টিয়ারিং ধরে বাসটিকে রাস্তার ধারে থামায় ।

মাথা ঠান্ডা রেখে তাঁর বন্ধুদের বলে, সে দেশের আপৎকালীন নম্বর ৯১১-এ ফোন করতে ।কিছুক্ষণের মধ্যে পুলিশ ও দমকল কর্মীরা এসে পড়ুয়াদের অন্য বাসে করে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন ।

এই ঘটনায় সপ্তম শ্রেণীর ওই পড়ুয়ার সাহসে মুগ্ধ সকলে । ডিলনের স্কুলের সুপারিন্টেনডেন্ট রবার্ট লিভারনয়েজ ও শহরের মেয়র তাঁর সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube