
নিউজটাইম ওয়েবডেস্ক : মাধ্যমিক পরীক্ষা শেষ । ফলপ্রকাশ করতে হলে রেকর্ড সময়ে । তাই ফি কমছে খাতা দেখার সময়। অথচ খাতা দেখায় কোনও ভুলত্রুটি হলে কড়া ব্যবস্থার মুখে পড়তে হবে। উভয় সঙ্কটে খাতা দেখাই যেন এখন শিক্ষকদের গলার কাঁটা ।
মধ্যশিক্ষা পর্ষদ কি উসেইন বোল্ট বা সার্গেই বুবকা হতে চাইছে? কিংবা নিদেন পক্ষে ইয়েলেনা ইসিনবায়েভা? মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ নিয়ে মধ্যশিক্ষা পর্ষদও যেন সেই পথেই হাঁটতে চাইছে। প্রতিবারই কমছে মাধ্যমিকের খাতা দেখার সময়। লক্ষ্য, শেষ বছরের তুলনায় আরও কম সময়ে ফলপ্রকাশ। যা সমস্যা বাড়িয়েছে শিক্ষকদের। অধিকাংশ শিক্ষককে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক দুটি বড় পরীক্ষার খাতা দেখতে হয়। তা নিয়ে ক্ষোভ তো ছিলই। কিন্তু এই বছর খাতা দেখার জন্য প্রায় রেকর্ড সময় কমে গিয়েছে। যদি ও এই সমস্ত সমস্যাকে বিশেষ আমল দিতে নারাজ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর কথায়, ছাত্রছাত্রীরা যেন কোনোভাবে ভুক্তভোগী না হয় সেই দিকে নজর দিতে হবে। মূল্যায়ন যেন সঠিক হয় এবং সঠিক সময়ে যেন ফলপ্রকাশ হয়। পর্ষদের কর্মদক্ষতা প্রমাণের মাশুল দিতে হবে না তো পরীক্ষার্থীদের? প্রশ্ন শিক্ষামহলের।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022