
।। অনিমেষ প্রামাণিক ।।
মুখ্যমন্ত্রীর সফর চলাকালীন রাতের অন্ধকারে ড্যামেজ কন্ট্রোল করতে গিয়ে এলাকার মানুষের ক্ষোভের মুখে পড়ে প্রশাসনের কর্তারা ।ঘটনাটি ঘটেছে রামনগর বিধানসভার সটিলাপুর অঞ্চলে ।
জানা গেছে দুয়ারে সরকার ও জনসংযোগ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী যেতে পারেন ওই এলাকায় । তাই রাতের অন্ধকারে বিডিও অফিসের আধিকারিকরা রাতারাতি রাস্তা মেরামতের কাজে গ্রামের ভেতর ঢুকেছিল ।
কিন্তু দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা ব্যবহারকারী গ্রামের মানুষ তাদের ঘিরে ধরে । প্রবল বিক্ষোভে ফেটে পড়েন তারা । অবশেষে এলাকা ছাড়তে বাধ্য হন সরকারি অফিসাররা । বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ।
Latest posts by news_time (see all)
- রেলযাত্রীর চুরি যাওয়া চার লক্ষ টাকার সোনার অলঙ্কার উদ্ধার করল রেলপুলিশ - June 2, 2023
- সরকারি ভাবে বাস ভাড়া না বাড়ালে অকাল মৃত্যু হবে বেসরকারি বাস পরিবহনের! - June 2, 2023
- কুড়মি সমাজের ঝাণ্ডা অভিযানের কর্মসূচি অব্যাহত - June 2, 2023