
নিউজটাইম ওয়েবডেস্ক : রাজপথে গাড়ির গতি বাড়াতে কেন্দ্রীয় সরকারের পর এবার উদ্যোগী হল রাজ্যের তৃণমূল সরকার। বুধবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যের বিভিন্ন প্রান্তে মোট ১০৯টি চেকপোস্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। প্রতি বছর প্রায় ২০০ কোটি টাকা ক্ষতি হওয়া সত্ত্বেও তাঁর এই সিদ্ধান্ত এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
রাজপথে যানবাহনের গতি বাড়াতে চলতি বছর থেকেই ফাস্ট্যাগ বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সড়ক ও রাজপথ পরিবহন মন্ত্রক। সেই পথে এবার যানের গতি বাড়াতে তত্পর হল রাজ্য সরকার। সেজন্য গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা ১০৯টি চেকপোস্ট তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। বুধবার দুপুরে নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, কৃষকদের কথা তিনি সব সময় ভাবেন। রাস্তায় চেকপোস্টে ঘণ্টার পর ঘণ্টা গাড়ি দাঁড়িয়ে থাকে বলে তাঁরা তাঁকে অভিযোগ করেছেন। সেজন্য চাষিদের ক্ষতি হয়। সেকথা বিবেচনা করে চেকপোস্টগুলি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এজন্য চেকপোস্টের কর্মীদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। তাঁদের নিকটস্থ কিষান মান্ডিতে নিয়োগ করা হবে। ১ এপ্রিল থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত। এদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেচ্ছা জানিয়েছেন সমতুল্য অন্যান্য পরীক্ষাগুলির পরীক্ষার্থীদেরও।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022