ইটালির ক্রিড়া জগতেও এবার করোনার থাবা, আক্রান্ত রোনাল্ডোর সতীর্থ

নিউজটাইম ওয়েবডেস্ক : ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন জায়গায় জাঁকিয়ে বসেছে নোভেল করোনা ভাইরাস। বিনোদনের থেকে শুরু করে ক্রিড়া দুনিয়া কোন কিছুই বাদ পড়েনি এই ভাইরাসের থাবা থেকে। ইতিমধ্যেই করোনার জেরে বাতিল করা হয়েছে ইটালির সিরি আ। খেলোয়াড থেকে শুরু করে সমর্থক কেউ ‌যাতে এই ভাইরাসে আক্রান্ত না হন সেদিকে লক্ষ্য রেখে সবরকম সতর্কতা অবলম্বন করে চলেছে ক্লাবগুলি। তবে এই সুরক্ষা ব্যবস্থার মধ্যেও করোনায় আক্রান্ত হলেন ইটালির ফুটবলার তথা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সতীর্থ ডানিয়েল রুগানি।

এদিন ডানিয়াল রুগানির রক্ত পরীক্ষা করা হয়। রিপোর্ট পাওয়ার পরেই জানা ‌যায় তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। জুভেন্তাসের  পাশাপাশি ইটালির এই ডিফেন্ডার দেশের হয়ে নিয়মিত থেলেন। সুতরাং তাঁর করোনা সংক্রমণের খবর প্রকাশ্যে আসার পর থেকে তাঁর সতীর্থদেরও আগামী ১৫ দিনের জন্য বিশেষ প‌র্যবেক্ষনে রাখা হয়েছে।এর ফলে আশঙ্কা করা হচ্ছে ইউরোপিয় ফুটবলের সূচিতেও বদল হতে পারে।  

দিনের পর দিন ইতালিতে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। খেলার মাঠেও এর ব্যপক প্রভাব পড়েছে। ইতিমধ্যেই যাবতীয় আন্তর্জাতিক টুর্নামেন্টের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারতীয় ক্রীড়ামন্ত্রক। ঘরোয়া টুর্নামেন্ট হলেও, সেখানে দর্শকদের আগমনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনকি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ‌যে ম্যাচ আয়োজন করা হয়েছে তাও চলবে শূন্য স্টেডিয়ামে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube