
নিউজটাইম ওয়েবডেস্ক : সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘ক্রিটিকস চয়েস ফিল্ম অ্যাওয়ার্ডস’-এ বিজেতাদের তালিকা। প্রায় আটটি ভাষা- হিন্দি, তেলুগু, তামিল, বাংলা, মারাঠি, মালয়ালম, গুজরাতি এবং কন্নড় -এর সেরা পরিচালক, অভিনেতা, অভিনেত্রী ও লেখকদের পুরস্কৃত করে এই অ্যাওয়ার্ড।
১৪ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘ক্রিটিকস চয়েস ফিল্ম অ্যাওয়ার্ডস’, কিন্তু করোনার জেরে স্বভাবতই তা বাতিল হয়। তখনই কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেন ডিজিটালি প্রকাশ করবে সেরার তালিকা। কথামতো প্রকাশ্যে এসেছে সেই লিস্ট, আর তাতেই বাংলা ছবির জয় জয়াকার।
ক্রিটিকস চয়েস ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন টলিউডের স্বস্তিকা মুখার্জি। বাংলা ভাষার সিনেমা বিভাগে এই পুরস্কার জিতেছেন তিনি। পরিচালক সুদীপ্ত রায়ের ‘কিয়া অ্যান্ড কসমস’ সিনেমায় অভিনয়ের জন্য স্বস্তিকাকে এ পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কারটি স্বস্তিকা তার বাবা সন্তু মুখার্জিকে উৎসর্গ করেছেন। এ সিনেমায় দিয়া চরিত্রে অভিনয় করেন স্বস্তিকা। এ চরিত্র রূপায়নের সুযোগ করে দেওয়ার জন্য সিনেমাটির পরিচালককে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন তার সহ-অভিনেত্রী ঋত্বিকাকে। যাকে ‘কিয়া অ্যান্ড কসমস’ সিনেমায় স্বস্তিকার মেয়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যায়। ক্রিটিকস চয়েস ফিল্ম অ্যাওয়ার্ডস ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম খ্যাতনামা পুরস্কার। মোট ৮টি আঞ্চলিক ভাষার সিনেমায় এই পুরস্কার দেওয়া হয়।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022