
নিউজটাইম ওয়েবডেস্ক : বুধবার ইডির জেরার সম্মুখীন হতে হবে গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে। এতদিন রাজ্যে কিছুটা হলেও স্বস্তিতে ছিলেন অনুব্রত। কিন্তু গতকাল রাজ্যের সীমানা পেরিয়ে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতাকে। মঙ্গলবার রাতে ভার্চুয়াল শুনানি হয়েছে তাঁর। মঙ্গলবার রাত কেটেছে অনিদ্রায়। বুধবারও সেই জের অব্যাহয় থাকবে। আজ ইডি জেরা করবে তাঁকে। এই জন্য একটি বিশেষ টিম তৈরি করা হয়েছে। আর সেই টিমেই ডাকসাইটে অফিসারের সওয়ালের মুখোমুখি হতে হবে কেষ্টকে।
ইডি অফিসারদের টিমে রয়েছেন, ইডির ডিরেক্টরেট সঞ্জয় মিশ্র। স্পেশাল ডিরেক্টরেট বিবেক আর ওয়াদেকর। থাকবেন স্পেশাল ডিরেক্টরেট রাহুল নবীন, থাকবেন অফিসার সুনীল কুমার যাদব, যোগেশ শর্মা ও সোহান কুমারের মতো অফিসাররা। এই ৬ সদস্যের বিশেষ দলের অন্যতম সদস্য ইডির স্পেশাল ডিরেক্টরেট সনিয়া নারাং। তিনি যে শুধু চোখা চোখা প্রশ্ন করেন তাই-ই নয়, ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট এই অফিসারের হাতের জোরও কম না। শোনা গিয়েছিল একসময় এক বিজেপি নেতার গালে চড় কষিয়েছিলেন। ডাকসাইটে এই অফিসারের প্রশ্নের মুখে পড়ে অনুব্রত নতুন কোনও তথ্য তুলে দেন কিনা এখন সেইটাই দেখার।Latest posts by news_time (see all)
- এবার সুস্থ থাকুন গরমেও - March 20, 2023
- গুজব ওড়ালেন জর্জ মেসি - March 18, 2023
- স্পেন দলে বিরাট পরিবর্তন - March 18, 2023