
নিউজটাইম ওয়েবডেস্ক : সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে প্রথম বছর পূর্ণ করেছেন। এবার নিজের পূর্ণ মন্ত্রিসভার সঙ্গে এক জরুরি বৈঠকে বসছেন তিনি। সরকারি সূত্র মারফৎ খবর, ওই বৈঠকে কোনও দেশের জন্যে কোনও “ঐতিহাসিক সিদ্ধান্ত” নেওয়া হতে পারে। জানা গেছে, সুরক্ষা সম্পর্কিত মন্ত্রিপরিষদ কমিটি এবং অর্থনীতি বিষয়ক মন্ত্রিসভা কমিটির সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এখনও পর্যন্ত যা খবর, তাতে জানা যাচ্ছে যে সুরক্ষা সংক্রান্ত ওই শীর্ষস্থানীয় বৈঠকে প্রধানমন্ত্রী লাদখে চিনের সঙ্গে ভারতের যে অস্থির অবস্থা তৈরি হয়েছে তা নিয়েই আলোচনা করবেন এবং অর্থনৈতিক বিষয়ক কমিটি লকডাউনের “আনলক ওয়ান” এর পরে ফের একটি অর্থনৈতিক উদ্দীপনা প্যাকেজ দেওয়া যায় কিনা তা নিয়েই আলোচনা করবে।
গত শনিবার সন্ধেবেলা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছিল, দেশের কনটেনমেন্ট জোনগুলতো আগামী ৩০ জুন পর্যন্ত লকডাউন চলবে। তবে কনটেনমেন্ট জোনের বাইরের এলাকাগুলিতে পর্যায়ক্রমে গতিবিধি এবং কাজ শুরুর অনুমতি দেওয়া হবে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022