ক্যান্সার আক্রান্ত রোগীর জটিল অস্ত্রোপচার, বারাসত হাসপাতালের সাফল্য

নিউজটাইম ওয়েবডেস্ক : ।। অভয় নাগ, দক্ষিণ ২৪ পরগণা ।।

জেলা সদর হাসপাতাল সদ্য বারাসাত মেডিকেল কলেজ এ উত্তীর্ণ হয়েছে। তারপরেই বড়সড় সাফল্য শল্যচিকিৎসায়। এই প্রথম পাকস্থলীতে ক্যান্সার রোগীর অস্ত্রোপচার হল। ৭৭ বছরের নিম্নবিত্ত পরিবারে্র ছায়ারানি দে আপাতত সুস্থ। স্বাভাবিকভাবেই বারাসাত মেডিকেল কলেজের মুকুটে সাফল্যের পালক যোগ হল।

পরিবারের সদস্যদের দাবি, বারাসাত হাসপাতালে এত বড় অপরেশন বিনা খরচায় হতে পারে সেটা ভাবতেই পারেনি তারা। হাসপাতালে সুপার ডাঃ সুব্রত মন্ডলের ভূয়সী প্রশংসা করে বলেন, এই ধরনের রোগী কারও বাড়িতে থাকলে এই হাসপাতালে নিয়ে আসুন। বারাসাত হাসপাতাল আর আগের মতো নেই।

হাসপাতালে সুপার সুব্রত মন্ডল বলেন, ‘দীর্ঘ ৬-৭ মাস ধরে অসুস্থ ছিলেন ওই বৃদ্ধা। পরীক্ষা করে জানা যায়, ওনার পাকস্থলীতে ক্যান্সার হয়েছে।কিন্তু রোগীর পরিবার আর্থিকভাবে দুর্বল। ফলে ৬ জনের একটি টিম তৈরি করে ওনার চিকিৎসা শুরু করি। বয়স জনিত কারনে ও নানান সমস্যায় আক্রান্ত ছিলেন। সেই সব চিকিৎসা করিয়ে গত শনিবার তার অস্ত্রোপচার করা হয়।’

সুপার আরও জানান,‘আপাতত তিনি ষাট শতাংশ সুস্থ, বাকিটা কেমোথেরাপির মাধ্যমে ছায়া রানী’কে সুস্থ করার চিকিৎসা করা হবে। কয়েকদিনের মধ্যেই তার ছুটি হয়ে যাবে এবং তার কেমোথেরাপিও সরকারি পরিকাঠামোয় বিনা খরচে শুরু করা হবে হাসপাতাল থেকে।’

চিকিৎসক সুব্রত মন্ডল জানান, বেসরকারি ক্ষেত্রে এই অপরেশন করতে হলে ৮ থেকে ১০ লক্ষ টাকা খরচ হতো। হাসপাতালে সর্বপ্রথম এত বড় এবং ঝুকিপূর্ণ অস্ত্রোপচার এই প্রথমবার হলো। স্বাভাবিকভাবেই তাঁরা সকলেই খুশি।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube