
কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন ক্যান্সার আক্রান্ত বাবাকে দেখে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে দেরি হওয়ায় পরীক্ষা দিতে পারল না উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থী।
তার বাবা কঠিন রোগে আক্রান্ত । গত পাঁচ দিন ধরে ভর্তি রয়েছেন কলকাতার আর জি কর হাসপাতালে । আর বাবাকে দেখতে হাসপাতালেই গিয়েছিল এইবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী অভিজিৎ মিস্ত্রি ।এরপর বাবাকে দেখে সোমবার হাসপাতাল থেকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে দেরি হয় প্রায় দুই ঘণ্টা । সেই কারণেই পরীক্ষা কেন্দ্রে অভিজিৎকে প্রবেশ করতে দেওয়া হয়নি ।
সোমবার ছিল উচ্চ মাধ্যমিকে ইতিহাস পরীক্ষা । সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে না পারায় বিদ্যালয়ের তরফে অভিজিৎকে প্রবেশ করেত দেওয়া হয়নি । তাই এই শিক্ষাবর্ষে আর ইতিহাস পরীক্ষা দেওয়া হল না অভিজিৎ মিস্ত্রির ।
হাবড়ার হাটথুবা হাই স্কুলের ছাত্র অভিজিতের পরীক্ষার সিট পড়েছিল হাবড়ার জয়গাছি শ্যামাপ্রসাদ বিদ্যায়তন স্কুলে। অভিজিতের বাবা অজিত মিস্ত্রি ক্যান্সারে আক্রান্ত হওয়ার কারণেই কলকাতার হাসপাতালে ভর্তি রয়েছেন । সেখানে বাবার সাথে দেখা করে ফিরতে গিয়ে ট্রেনের সমস্যার কারণে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে বেশ দেরি হয়ে যায় । আর বোর্ডের নিয়ম অনুসারে এক ঘন্টার বেশি দেরি করলে পরীক্ষার্থী আর পরীক্ষা দিতে পারবে না।
আর এইসবের পরেই গেটের সামনে এসে ভেঙ্গে পড়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অভিজিৎ মিস্ত্রি। অন্য এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মা বলেন মানবিক দিক দেখে ছেলেটির পরীক্ষার ব্যবস্থা করা উচিত। তবে হাবড়া শ্যামাপ্রসাদ বিদ্যায়তন স্কুলের সেন্টার ইনচার্জ তিনি সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে চাননি।
- অভিষেকের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর - May 26, 2023
- স্বস্তি পেলেন না অভিষেক, বাধা নেই সিবিআই জিজ্ঞাসাবাদে - May 26, 2023
- দরজা খুলতেই চোখের সামনে চলছে ঝুলছে দেহ, খুন না আত্মহত্যা? - May 26, 2023