
নিউজটাইম ওয়েবডেস্ক : কন্যাশ্রী, রুপশ্রী, যুবশ্রী সহ মোট ১৫ টি সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা এলাকার সাধারণ মানুষ ঠিকমতো পাচ্ছেন কি না তা ক্ষতিয়ে দেখতে নতুন কর্মসূচি গ্রহণ করেছে তৃণমূল। গত ২ জানুয়ারি কলকাতার নজরুল মঞ্চে এই কর্মসূচি ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকাল থেকে জেলায় জেলায় সেই কর্মসূচি শুরু করে দিলেন এলাকার বিধায়ক ও জন প্রতিনিধিরা।
এদিন ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিধায়ক পরেশ রাম দাস এই কর্মসূচির সূচনা করেন। এলাকার সমস্ত জন প্রতিনিধি ও নেতৃত্বকে সাথে নিয়ে। সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা যাতে এলাকার সাধারণ মানুষ সঠিক ভাবে পেতে পারেন সেই বিষয়টি নিশ্চিত করার বার্তা দেন বিধায়ক। আগামী পঞ্চায়েত নির্বাচনের আগেই যাতে বাংলার দশ কোটি মানুষ রাজ্য সরকারের সমস্ত সরকারি প্রকল্পের যথাযথ সুবিধা পেতে পারেন সেই কারণে এই দিদির রক্ষা কবচ কর্মসূচির মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছবে তৃণমূল।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023