কোয়ারেন্টিন থেকে বের করা হল কুনো জাতীয় উদ্যানের চিতাদের

।। স্বর্ণালী মান্না ।।

চলতি বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা থেকে আনা হয়েছিল ১২ টি চিতা । তাদের রাখা হয়েছিল কোয়ারেন্টিনে ।মঙ্গলবার তাদের আরও বড় জায়গায় ছেড়ে দেওয়া হল ।

একিউসিএস-এর পক্ষ থেকে “নো অবজেকশন” সংশাপত্রটি তুলে দেওয়া হয় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রালয়ের হাতে । সংশাপত্র অনুযায়ী ৩০ দিন ধরে চিতা গুলিকে পৃথক রাখার পর শারীরিক পরীক্ষা ও পর্যবেক্ষণের পর তাদেরকে সংক্রমণ মুক্ত ঘোষণা করা হয় । নতুন আবহাওয়া ও পরিবেশে তাদেরকে অভ্যস্ত করানোর জন্য ছেড়ে দেওয়া হয় কুনো জাতেয় উদ্যানের একটি বড় অঞ্চলে ।

প্রত্যেকটি চিতাকে একটি করে রেডিও কলার দেওয়া হয়েছে । উপগ্রহের মাধ্যমে চলছে কড়া নজরদারি ।কুনো জাতীয় উদ্যানে চিতাকে ফিরিয়ে আনার জন্য দক্ষিণ আফ্রিকার সাথে একটি মৌ স্বাক্ষরিত করে জাতীয় উদ্যানটি ।মৌ-এর শর্তাবলী প্রত্যেক ৫ বছরে মূল্যায়ন করা হয় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube