কোহলিকে নাচ শেখালেন কিং খান

।। স্বর্ণালী মান্না ।।

বৃহস্পতিবার ইডেনে জমজমাট খেলা হল ব্যাঙ্গালোর আর কলকাতার মধ্যে । খেলা শেষে বড় চমক অপেক্ষা করছিল দর্শকদের জন্যে । মাঠে নেমে বিরাট কোহলিকে “ঝুমে জো পাঠান” গানে নাচ শেখালেন খোদ শাহরুখ খান ।

বৃহস্পতিবারের হাড্ডাহাড্ডি লড়াইয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে কলকাতার মন জয় করল কলকাতা নাইট রাইডার্স । শুধু তাই নয়, দুর্ধর্ষ জয়ের পর কেকেআর-এর সহ অধিকর্তা শাহরুখ খান মাঠে নেমে খেলওয়ারদের অভিনন্দন জানালেন, কথা বললেন আরসিবির প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির সাথে । এর পাশাপাশি নাচের তালে পাও মেলালেন কিং খান, সঙ্গে নিলেন কোহলিকেও ।

কোহলি ও শাহরুখকে একসাথে দেখে উৎসাহিত তাদের অনুরাগীরাও । সোশাল মিডিয়ায় কমেন্টের বন্যা বয়ে যায় । একজন লেখেন, ক্রিকেটের রাজার সাথে সাক্ষাৎ করলেন বলিউডের রাজা ।

মেয়ে সুহানা আর সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া কাপুরকে নিয়ে এসেছিলেন শাহরুখ খান । খেলা দেখতে এসেছিলেন জুহি চাওয়ালাও । কেকেআরের জয়ে বেশ খুশি তিনিও ।তাঁর ভরসা তারা এবারও আই পি এলের খেতাব জিতবেন । ২০ ওভারে ২০৭ রান তুলে আরসিবিকে হারায় কেকেআর ।ভালো বল না করায় নিজেদের লক্ষে পৌছতে পারলেন না বিরাটরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube