কোমায় কিম জং উন, উত্তর কোরিয়ার দায়িত্বে তাঁর বোন- রিপোর্ট

নিউজটাইম ওয়েবডেস্ক : কোমায় চলে গিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং ইন। তাঁর অসুস্থতার জেরে এখন দায়িত্ব নিয়েছেন কিমের বোন কিম ইয়ো জং। দক্ষিণ কোরিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি কিম দেই জংয়ের সহায়ক এই দাবি করেছে, যা করে ছাপা হয়েছে বিভিন্ন গণমাধ্যমে।

চ্যাংয়ের দাবি কিম জং উন গভীর কোমায় আছেন কিন্তু এখনও মারা যাননি। কীরকম ভাবে সম্পত্তি ও ক্ষমতার ভাগ বাটোয়ারা হবে সেটা ঠিক হয়নি সেই জন্যেই আপাতত কিম ইয়ো জং দায়িত্বভার নিয়েছেন বলে তাঁর মনে নয়। চ্যাং বলেছেন যে চিনের এক বিশ্বস্ত সূত্র থেকে তিনি এই কথা জানতে পেরেছেন। 

কোরিয়া হেরাল্ড জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার স্পাই এজেন্সি খবর পেয়েছে যে কিম এমন একটা ব্যবস্থা এখন তৈরী করেছে যেখানে ক্ষমতার অনেকটাই বিকেন্দ্রীকরণ হয়েছে। অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ দায় ও দায়িত্ব এখন নিজের বিশ্বস্ত লোকদের হাতে সঁপে দিয়েছেন উত্তর কোরিয়ার ডিক্টেটর। তবে এটির সঙ্গে  খারাপ স্বাস্থ্যের কোনও সম্পর্ক, আছে এমন কিছু বলেনি এই গুপ্তচর সংস্থা। 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube