কোভিড-১৯ এর প্রতিরোধ নিয়ে সরকারকে কটাক্ষ চিদম্বরমের

নিউজটাইম ওয়েবডেস্ক : কংগ্রেস নেতা পি চিদাম্বরম মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেন।  প্রাক্তন অর্থমন্ত্রী এদিন বলেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের নেতৃত্বে ‌যে কোভিড-১৯ ইকনামিক রেসপন্স টাস্ক ফোর্সের ঘোষণা করা হয় তা ৪ দিন কেটে গেলেও এখনও সংগঠিত হয়নি। দেশের এই অর্থনৈতিক জরুরী অবস্থায় এই বিষয়ে ঢিলেমি একেবারেই কাম্য নয়।

 এ বিষয়ে তিনি ট্যুইট করে বলেন, জাতীর উদ্দেশ্যে ভাষণে কোভিড-১৯ ইকনমিক রেসপন্স টাস্ক ফোর্সের কথা ঘোষণা করেন। তার ৪ দিন পরেও তা এখনও গঠিত হয়নি এই টাস্ক ফোর্স। কেন্দ্রীয় অর্থমন্ত্রী ‌যে পদক্ষেপের সাথে সরাসরি ‌যুক্ত সেই কাজে এমন থৎপরতার অভাব একেবারেই গ্রহন‌যোগ্য না।

গত ১৯ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  জাতীর উদ্দেশ্যে ভাষণ দেওয়কালীন করোনা ভাইরাস সংক্রমনের ঘটনায় এই টাস্ক ফোর্সের ঘোষণা করা হয়। এই টাস্ক ফোর্স মূলত দেশের অর্থনৈতিক অবস্থা সামাল দেওয়ার জন্য গঠন করা হবে বলে জানান প্রধানমন্ত্রী।  এই টাস্ত ফোর্স দেশে প্রায় স্তব্ধ অবস্থায় কিভাবে অর্থনীতিকে তুলনামুলক ভাবে স্বাভাবিক রাখা ‌যায় সেই কাজ করা হবে।

তিনি এও জানান, এই টাস্ক ফোর্স একেবারে তৃণমূল স্তর থেকে সমস্ত শেয়ার হোল্ডার ও স্টেক হোল্ডারদের সাথে সরাসরি ‌যোগা‌যোগ রাখা হবে এবং তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে পরবর্তি অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, সোবার প্রাক্তন অর্থমন্ত্রী নমো সরকারের আংশিক লকডাউনের সিদ্ধান্তকে প্রশংসা করলেও তিনি বলেন, লকডাউনের একটি সুদুরপ্রসারী ও গভীর প্রভাব পড়বে দেশের অর্থনীতির ওপর ‌যার জন্য প্রশাসনের তৈরি থাকতে হবে।

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পেরশাসনের উদ্দেশ্যে বলেন, ইটালীর অবস্থা থেকে সরকারের শিক্ষআ নেওয়া উচিত। খন্ডে খন্ডে ব্যবস্থা নিলে কোনোভাবেই এই ভয়াবহ সংক্রমণ রোখা  সম্ভব না। তিনি সরকারকে সাহসী পদক্ষএপ নেওয়ার বার্তা দেন চিদাম্বরম। তিনি বলেন, “এর জন্য বিপুল অর্থনৈতিক ক্ষতি হবে, ‌যা দেশের সামলে উঠতে বেশ লম্বা সময় লাগবে। তবে  সেই ক্ষতি প্রণহানীর তুলনায় বহুলাংশে কম।“  

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube