কোভিড বাংলায় মৃত্যুর নয়া রেকর্ড! শেষ ২৪ ঘন্টায় মৃত ৬২

নিউজটাইম ওয়েবডেস্ক : যুদ্ধটা শুরু হয়েছিল চলতি বছরের মার্চ মাসে। সেই মাসেরই ২৩ তারিখ কলকাতায় এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তির মৃত্যু হয় কোভিডে। সেটাই ছিল কলকাতা তথা রাজ্যের বুকে কোভিডে প্রথম মৃত্যু। এরপর সময় যতই গড়িয়েছে রাজ্যে ততই বেড়ে গিয়েছে মৃত্যুর সংখ্যা। ইতিমধ্যেই তা ৪ হাজারের ঘর ছাড়িয়েও গিয়েছে। তবে সোমবার রাজ্য সরকারের পেশ করা রিপোর্টে নতুন এক রেকর্ডের সন্ধানও মিলেছে। সেই রেকর্ড একদিনে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় বাংলায় কোভিডে মারা গিয়েছেন ৬২জন যা এখনও পর্যন্ত রাজ্যে সর্বাধিক। এই ৬২জনের মধ্যে আবার ১৯জনই কলকাতার বাসিন্দা। স্বাভাবিক ভাবেই পুজোর মুখে মৃত্যুর এই নয়া রেকর্ড কিছুটা হলেও উদ্বেগে রাখলো রাজ্য সরকারকে।
 
গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৬৫জন। ডিসচার্জ হয়েছেন ৩ হাজার ১১জন। রাজ্যে সক্রিয় কোভিড রোগী রয়েছেন ২৪ হাজার ৮৯৮জন। সুস্থতার হার ৮৬.১৬ শতাংশ। সংক্রমণের হার ৭.৩১ শতাংশ। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লক্ষ ২৮ হাজার ৩০২। মোট মৃত ৪ হাজার ৪২১ জন। মোট ডিসচার্জ বা সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৯৮ হাজার ৯৮৩। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৪৩ হাজার ৩১৩ জন মানুষের কোভিড টেস্ট হয়েছে। মোট টেস্ট হয়েছে ২৭ লক্ষ ৯০ হাজার ৮৬২ জনের।
 
রাজ্য সরকারের পেশ করা তথ্য অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্তের সংখ্যার নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। সেখানে আক্রান্ত হয়েছেন ৫২৮জন। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। কলকাতা লাগোয়া এই জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫১৫ জন। তার পর পর্যায়ক্রমে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা(১৯০), হাওড়া(২১০), হুগলি(১৩৪), পশ্চিম মেদিনীপুর(১৪৬), পশ্চিম বর্ধমান(১১৯), পূর্ব মেদিনীপুর(১৭০), নদিয়া(১১১) ও দার্জিলিং(১২৮)-এর মতো জেলা। গত কয়েক দিন ধরেই রাজ্যে সুস্থতার হার বৃদ্ধি যেমন ঘটছে তেমনি আক্রান্তের সংখ্যাও কমছে। কিন্তু এই স্বস্তির মধ্যেও করোনায় মৃত্যু নিয়ে উদ্বেগ বেড়েই চলেছে রাজ্যে। বিশেষ করে উৎসব মরশুম যেখানে দরজায় দাঁড়িয়ে কড়া নাড়ছে সেখানে এই উদ্বেগ কতদিন বজায় থাকে সেই দিকেই নজর থাকবে সবার।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube