
নিউজটাইম ওয়েবডেস্ক : কোভিডকে হারাতে প্লাজমা থেরাপি যে বড় হাতিয়ার হয়ে উঠেছে এই নিয়ে কোনও সন্দেহ নেই। এবার কলকাতার এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালে সেই প্লাজমা থেরাপি চালু হয়ে গেল কোভিডের বিরুদ্ধে চিকিৎসার পদ্ধতি হিসাবে। রাজ্যে এনআরএস দ্বিতীয় মেডিকেল কলেজ ও হাসপাতাল যেখানে এই প্লাজমা থেরাপি চালু করা হল করোনায় আক্রান্ত মানুষদের চিকিৎসার জন্য। শনিবার এক ছোট্ট ও ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে অভিক চ্যাটার্জী নামে এক করোনা জয়ীর শরীর থেকে প্লাজমা সংগ্রহ করে এই থেরাপি শুরু করে দেন হাসপাতালের করেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। ওই সময় সেখানে হাজির ছিলেন এনআরএস মেডিকেল কলেজের প্রিন্সিপাল, সুপার সহ আধিকারিকেরা।
বিশ্বজুড়ে চলা কোভিড যুদ্ধের মাঝেই চলছে ভ্যাকসিন নিয়ে আসার তোড়জোড়। তবে সেই ভ্যাকসিন আসার আগে কোভিড যুদ্ধে বেশ কাজে দিচ্ছে প্লাজমা থেরাপির প্রয়োগ। এতে অনেক রোগীরই জীবন বাঁচাতে সক্ষম হচ্ছেন চিকিৎসকেরা। বাংলাতেও সরকারি ও বেসরকারি স্তরে শুরু হয়ে গিয়েছে করোনা আক্রান্তদের প্লাজমা থেরাপির মাধ্যমে সুস্থ করে তোলার পালা। এবার সেই এই পদ্ধতিতে চিকিৎসা শুরু হয়ে গেল এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালে। এই হাসপাতালের হেমাটোলজি বিভাগ এবং ব্লাড ব্যাংকের যৌথ উদ্যোগে শনিবার করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠা অভিক চ্যাটার্জী নামে এক ব্যক্তির শরীর থেকে প্লাজমা সংগ্রহ করা হয়। এভাবেই আগামী দিনেও করোনাজয়ীদের শরীর থেকে সংগ্রহ করা হবে প্লাজমা। এরপর এনআরএস হাসপাতালেই ভর্তি রোগীদের দেহে তার প্রয়োগ ঘটানো হবে।শনিবার এই পরিষাবার উদ্বোধন করতে এসে চিকিৎসক তথা সাংসদ শান্তনু সেন জানান, ‘এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা হচ্ছে। আবার যারা করোনা আক্রান্ত নন তাঁদেরও চিকিৎসা সমানতালে চলছে। সেই হিসেবে রাজ্যে এটি প্রথম কোন মেডিকেল কলেজ হাসপাতাল যেখানে নির্বাচিত করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য প্লাজমা সংগ্রহ এবং প্রয়োগের কাজ শুরু হল। এর আগে রাজ্যের মধ্যে প্রথম কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ব্লাড ট্রান্সফিউশন বিভাগ কনভার্শন প্লাজমা সংগ্রহ এবং তার পরীক্ষামূলক প্রয়োগের কাজ শুরু করেছিল।’ উল্লেখ্য কয়েকদিন আগেই আইসিএমআর জানিয়েছে, প্লাজমা প্রয়োগে করোনা আক্রান্তদের চিকিৎসা তেমন কোন ফল মিলছে না। তারপরও কিন্তু এ রাজ্য বিষয়টি নিয়ে থেমে থাকেনি। বিশেষজ্ঞদের মতে, এত দ্রুত সিদ্ধান্ত না নিয়ে আরও কিছুদিন পর চূড়ান্ত সিদ্ধান্তে আসা উচিত। তাই এনআরএস হাসপাতাল কর্তৃপক্ষ এখন করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য প্লাজমা থেরাপির ওপরেই ভরসা রাখতে চাইছে।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022