কোনো পরিযায়ী অনাশ্রিত নেই, জানালো কেন্দ্র

নিউজটাইম ওয়েবডেস্ক : লকডাউন ভেঙে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরায় তাগিদ ঘিরেই বিতর্ক দানা বেঁধেছিল। পরিযায়ীদের জন্য কী ব্যবস্থা করেছে কেন্দ্র? জনস্বার্থ মামলায় কেন্দ্রের জবাব তলব করে সর্বোচ্চ আদালত। মঙ্গলবার সুপ্রিম কোর্টে কেন্দ্র জানান, সব পরিযায়ীদেরই নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে। সলিসিটর জেনারেল তুষার মেহেতা জানান, পরিযায়ীরা নিয়ম ভাঙলে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে। তবে, পরিযায়ীরা আশ্রয় মেলায় সেই আশঙ্কা কমেছে। তাঁর সংযোজন, কেউ করোনা আক্রান্ত হওয়ার আগেই এ দেশে আসা লোকেদের বিমানবন্দরে থার্মাল স্ক্রিনিং শুরু করা হয়েছিল।

কেন্দ্রকে প্রধান বিচারপতির নির্দেশ, আশ্রয়স্থলগুলোতে খাবার ও মেডিক্যাল পরিষেবার পর্যাপ্ত আয়োজন করতে হবে। পুলিশের বদলে স্বেচ্ছাসেবকদের কাজে নিয়োগ করতে হবে।

প্রসঙ্গত,গত কয়েকদিন ধরে দিল্লি-উত্তরপ্রদেশ সীমান্ত ধরে বাড়ি ফেরার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন হাজার হাজার শ্রমিক। তা সমাধানের জন্য কেন্দ্র ও রাজ্যকে নির্দেশ দেওয়ার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেন আইনজীবী রশমি বনসল ও অনুজ গুপ্ত। দুই আইনজীবীর বক্তব্য, শ্রমিকদের কেউ করোনায় আক্রান্ত হলে তা তাঁদের বাড়ি পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়তে পারে। সামাজিক দূরত্বের বিধিনিষেধ তোয়াক্কা না করায় করোনা সংক্রমণের সম্ভাবনা বাড়ছে বলে আশঙ্কা উদ্বেগ প্রকাশ করেন তাঁরা। একইসঙ্গে শুদ্ধিকরণের আগে শ্রমিকদের যেতে না দেওয়ার আর্জি জানান। আইনজীবী আলাখ অলোক শ্রীবাস্তবের একটি পিটিশনে পুরো বিষয়টি নিয়ে কেন্দ্রের রিপোর্ট তলব করে সুপ্রিম কোর্ট।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube