
নিউজটাইম ওয়েবডেস্ক : ভারতে করোনাভাইরাস মহামারীর বাড়তে থাকা সংক্রমণের মধ্যে সুপ্রিম কোর্ট ওড়িশাকে সাত দিনের রথযাত্রা উত্সবকে সীমিতভাবে উদযাপনের অনুমতি দেওয়ার একদিনের পরেই ঐতিহাসিক বদলের সাক্ষী রইল এই ধর্মীয় উৎসব। এই প্রথম ভক্তবিহীন জগন্নাথ মন্দিরে বিপুল সংখ্যক পুরোহিত পুরীর বিখ্যাত রথযাত্রার আয়োজন করলেন। রথযাত্রার নানা ভিডিওতে দেখা গয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেওয়া পুরোহিতরা বলভদ্রের প্রতিমাকে একটি রথে তুলছেন- এই বিশেষ উৎসবের জন্য সজ্জিত পুরীর জগন্নাথ মন্দিরের বাইরে প্রচুর ভিড়ও লক্ষ্য করা যায়। অনুষ্ঠান শুরুর আগে মন্দির চত্বর স্যানিটাইজও করা হয়েছিল।
সংবাদ সংস্থা এএনআইয়ের টুইট করা একটি ভিডিওতে দেখা গিয়েছে যে কিছু সেবায়েত ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বাজাচ্ছেন এবং তালে তালে নেচে অন্যরা প্রতিমাকে রথে নিয়ে যাচ্ছেন। অন্য একটি ভিডিওতে দেখা গিয়েছে, বিশাল জনতা প্রতিমাকে রথে তোলার পরে ওই রথকে ঘিরে রেখেছে। একটি টুইট বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ, মঙ্গলবার সকালে ভক্তদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন: “ভগবান জগন্নাথের রথযাত্রার শুভ উপলক্ষ্যে আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমি কামনা করি ভক্তিতে ভরা এই যাত্রা সুখ, সমৃদ্ধি, শুভ কামনা এবং দেশবাসীর জীবনে স্বাস্থ্য ফিরিয়ে আনুক। জয় জগন্নাথ!”
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022