
নিউজটাইম ওয়েবডেস্ক : রাজ্যে ক্রমশই কোনঠাসা হচ্ছে তৃণমূল কংগ্রেস।শিক্ষা দুর্নীতি, গরু পাচার কাণ্ড সহ একাধিক দুর্নীতির দায়ে গারদে দলের হেভিওয়েট নেতারা। এরপর উঠে এলো আবাস দুর্নীতির অভিযোগ, দলের নেতাদের পদত্যাগ, সব মিলিয়ে তৃণমূলের দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার অবস্থা। আবারও তৃণমুলের বিরুদ্ধে অভিযোগ উঠে এলো।
১ কোটি ৪০ লক্ষ টাকায় দলের কাউন্সিলর পদের টিকিট বিক্রির বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলেরই নেতা।গত পুরসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী পদের টিকিট কেনা বেচা হয়েছিল বলে প্রকাশ্যে দাবি করলেন পূর্ব বর্ধমানের মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি ফারুক আবদুল্লা।এমন দাবি করার পাশাপাশি তিনি দলেরই পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের জেলবাসের কথা স্বরণ করিয়ে দিয়ে মেমারির এক কাউন্সিলর ও এক নেতাকে উদ্দেশ্য করে হুঁশিয়ারিও দিয়ে রাখেন। পঞ্চায়েত ভোটের আগের তৃণমূল নেতার এমন দাবি ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার জন্য প্রস্তুত উত্তরাখণ্ড - March 23, 2023
- হাড়ের স্বল্প ঘনত্ত্ব বাড়িয়ে তুলতে পারে ডিমেনশিয়ার সম্ভাবনা - March 23, 2023
- স্কুলে অভাব জলের, জল আনতে ভ্যান নিয়ে ছুটছেন শিক্ষকরা - March 23, 2023