
নিউজটাইম ওয়েবডেস্ক : স্বাস্থ্যের পক্ষে হানিকর কোকা কোলা ও থাম্বস আপের মতো সফট ড্রিংসগুলি। সেই মর্মে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এক সমাজকর্মী। ওই ব্যক্তির দাবি ছিল, এই ঠান্ডা পানীয় দু’টি যাতে বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ করা হয়। কিন্তু শুক্রবার সেই দাবি এবার খারিজ করল সুপ্রিম কোর্ট। একইসাথে শীর্ষ আদালতের তরফে ৫ লক্ষ টাকার জরিমানা করা হয় ওই ব্যক্তিকে।
সুপ্রিম কোর্টের কথায়, ওই ব্যক্তি ঠিক কী কারনে এই মামলা দায়ের করেছেন এবং কেনই বা এই দুই নির্দেষ্ট কোম্পানীর বিরুদ্ধে তাঁর অভিযোগ, সেবিষয়ে কেন স্পষ্ট কারন উক্ত ব্যক্তি দেখাতে পারেননি। একইসাথে তাঁকে যে ৫ লক্ষ টাকার জরিমানা করা হয়েছে, তা আগামী এক মাসের মধ্যে শীর্ষ আদালতের রেজিস্ট্রিতে জমা দিতে হবে বলেও আবেদনকারী তথা উমসিংহ পি চাভদাকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। জরিমানার সেই টাকা SCAORAতে (Supreme Court Advocates-on Record Association) পাঠানো হবে। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুদের নেতৃত্বাধীন বেঞ্চের কথায়, উমসিংহ পি চাভদা সংবিধানের ৩২ নং ধারায় মামলা দায়ের করেছিলেন। কিন্তু তা আইন প্রক্রিয়ার অবমাননা বলে দাবি করেছে শীর্ষ আদালত। এবিষয়ে দুই বিচারপতি তথা হেমন্ত গুপ্তা ও অজয় রাস্তোগি বলেন, “মামলাকারী নিজেকে একজন সমাজকর্মী বলে দাবি করেছেন। আবেদনের সমর্থনে হলফনামায় বলা হয়েছে যে আবেদনের বিষয়বস্তু আবেদকের জ্ঞান ও বিশ্বাসের উপর ভিত্তি করে তৈরি। আবেদনকারীর এ বিষয়ে কোনও প্রযুক্তিগত জ্ঞান না থাকা সত্ত্বেও তিনি পিটিশন দায়ের করেছেন।” আর ঠিক সেকারনেই আবেদনকারীকে ৫ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।Latest posts by news_time (see all)
- দুর্ঘটনায় মৃত্যু পরিজায়ী শ্রমিকের - June 3, 2023
- দুর্ঘটনায় গুরুতর জখম, খোয়া গিয়েছে টাকাও - June 3, 2023
- দুর্ঘটনার কবলে একই পরিবারের ৩ সদস্য, নিখোঁজ ২! - June 3, 2023