
গত দু’দিন ধরেই রাজ্য রাজনীতিকে সরগরম রেখেছে ‘হৈমন্তী গঙ্গোপাধ্যায়’ এই নামটি । নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে এই হৈমন্তীর । পার্থ চট্টোপাধ্যায়ের ‘বিশেষ’ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের পর ফের মহিলা যোগ নিয়োগ দুর্নীতিতে ।
গোপাল দলপতির দ্বিতীয় পক্ষের স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ও নাকি সিনেমা জগতের সাথে যুক্ত! ঠিক এর আগেও অর্পিতা মুখোপাধ্যায়ের যোগ পাওয়া গিয়েছিল সিনেমা জগতের সাথে । তবে সূত্রের খবর, হৈমন্তী খুব অল্প ছবিতেই কাজ করেছেন ।

তাছাড়াও হৈমন্তীর ফ্ল্যাটের সিঁড়ি থেকে নিউজ টাইমের প্রতিনিধির হাতে এসেছে নয় ডিজিটের নম্বর লেখা কাগজ । অনুমান করা হচ্ছে ওইগুলো পরীক্ষার রোল নম্বর ।
তবে বেশিরভাগটাই অনুমানের উপর নির্ভর করে আছে। বর্তমানে কোথায় আছেন হৈমন্তী ও তাঁর স্বামী গোপাল দলপতি? খোঁজ মিললেই জট খুলবে সব কিছুর ।
Latest posts by Priyanka Banerjee (see all)
- ২০২৩-এ তান্ত্রিকতায় ‘শিশুবলি!’ অগ্নিগর্ভ তিলজলা - March 27, 2023
- চোয়াল ফুঁড়ে লোহার রড, পাঁচ ঘন্টা পর মুক্তি বালকের - March 27, 2023
- ডেকে নিয়ে গিয়ে খুন! - March 27, 2023