কে এই হৈমন্তী?

গত দু’দিন ধরেই রাজ্য রাজনীতিকে সরগরম রেখেছে ‘হৈমন্তী গঙ্গোপাধ্যায়’ এই নামটি । নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে এই হৈমন্তীর । পার্থ চট্টোপাধ্যায়ের ‘বিশেষ’ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের পর ফের মহিলা যোগ নিয়োগ দুর্নীতিতে ।

গোপাল দলপতির দ্বিতীয় পক্ষের স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ও নাকি সিনেমা জগতের সাথে যুক্ত! ঠিক এর আগেও অর্পিতা মুখোপাধ্যায়ের যোগ পাওয়া গিয়েছিল সিনেমা জগতের সাথে । তবে সূত্রের খবর, হৈমন্তী খুব অল্প ছবিতেই কাজ করেছেন ।

তাছাড়াও হৈমন্তীর ফ্ল্যাটের সিঁড়ি থেকে নিউজ টাইমের প্রতিনিধির হাতে এসেছে নয় ডিজিটের নম্বর লেখা কাগজ । অনুমান করা হচ্ছে ওইগুলো পরীক্ষার রোল নম্বর ।

তবে বেশিরভাগটাই অনুমানের উপর নির্ভর করে আছে। বর্তমানে কোথায় আছেন হৈমন্তী ও তাঁর স্বামী গোপাল দলপতি? খোঁজ মিললেই জট খুলবে সব কিছুর ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube