কেষ্টর অনুপস্থিতিতে বীরভূমের মসনদে মদন! কালারফুল বয় মুখ খুললেন

নিউজটাইম ওয়েবডেস্ক : সামনেই পঞ্চায়েত নির্বাচন। এদিকে বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল দিল্লিতে। গরু পাচার মামলায় আপাতত দিল্লিতেই থাকতে হবে কেষ্টকে। তিনি না থাকলে কী হবে নির্বাচনে? যে অনুব্রত মণ্ডক এতদিন তৃণমূল কর্মীদের পালে হাওয়া দিয়েছে, সেই নেতা না থাকলে কর্মীরা ঝিমিয়ে পড়বে এমনটাই স্বাভাবিক। যদিও নির্বাচনে তৃণমূল জিতবে, আসানসোল জেলে থাকার সময় এমন কথা শোনা গিয়েছিল অনুব্রতর মুখে। এবার সহকর্মী চলে যাওয়াতে একই সুর মদন মিত্রর মুখে।

আজ হোলি উপলক্ষ্যে পুল সাইড পার্টিতে উপস্থিত ছিলেন মদন মিত্র। ড্রাম বাজালেন, হোলির শুভেচ্ছা বিনিময় করলেন। একই সঙ্গে কথা বললেন নির্বাচন নিয়ে। অনুব্রত মণ্ডল চলে গেলেও বীরভূমে তৃণমুলই জিতবে, এমন মন্তব্যই উঠে এল তাঁর জবানিতে। মদন মিত্র বলেন, ‘বীরভূমে একটা অনুব্রতকে নিয়ে গেলে কী হবে! আমি পড়ে থেকে ওখানে লড়াই করব প্রয়োজনে। বীরভূমে তৃণমূলই জিতবে।’

বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল চলে যাওয়াতে বীরভূম কে পরিচালনা করবেন তা নিয়ে প্রশ্ন ছিল আগেই। অনুব্রতর না থাকা বীরভূম নির্বাচনে বিরাট প্রভাব ফেলবে, দলীয় কর্মী থেকে বিরোধী নেতাদেরও একই বক্তব্য। মমতা ব্যানার্জী বলেছিলেন, বীরভূমের দেখাশোনা তিনিই করবেন। কিন্তু কামারহাটির বিধায়ক অনুব্রতগড় বীরভূম সামলাতেও রাজি, এমনই ইঙ্গিত পাওয়া গেল তাঁর মন্তব্যে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube