নিউজটাইম ওয়েবডেস্ক :
শেষ পর্যন্ত অনুব্রতর
দিল্লি যাত্রা নিয়ে জট কাটল। কলকাতা হাইকোর্ট অনুব্রতকে দিল্লি নিয়ে জেরা করার সপক্ষে
গ্রিন সিগন্যাল দিলেও রবিবার পেরিয়ে সোমবার সকালে ইডি কিংবা জেল কর্তৃপক্ষের তরফে কোনও
তোড়জোড় দেখা যায়নি। আজ সকালেই এই নিয়ে চূরান্ত নির্দেশ দিল আসানসোল আদালত।
আদালতের তরফে
আজ নির্দেশ দেওয়া হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে হব। জেল
কর্তৃপক্ষকেই কেষ্টকে দিল্লি নিয়ে যাওয়ার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে
তার আগে অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষা করে হবে। ফিট সার্টিফিকেট পেলে তাঁকে তুলে দেওয়া
হবে ইডির হাতে। এরপর আকাশপথে অনুব্রতকে নেওয়া হবে দিল্লি।