
নিউজটাইম ওয়েবডেস্ক : আরও এক বছর করোনাভাইরাস সংক্রান্ত সুরক্ষাবিধি লাগু থাকবে। জনসমক্ষে মাস্ক পরতে হবে। মেনে চলতে সামাজিক দূরত্বের বিধি। এমনই কড়া নির্দেশিকা জারি করল কেরালা সরকার।
রবিবার পিনারাই বিজয়ন সরকারের তরফে জানানো হয়, করোনাভাইরাসের মোকাবিলায় ‘কেরালা এপিডেমিক ডিজিজ করোনাভাইরাস ডিজিজ (কোভিড-১৯) অ্য়াডিশনাল রেগুলেশন, ২০২০’ সংশোধন করা হয়েছে। সেই নয়া নির্দেশিকা আগামী বছরের জুলাই পর্যন্ত কার্যকরী হবে। কী কী নিয়ম মানতে হবে দেখে নিন একনজরে – ১) জনসমক্ষে সবাইকে বাধ্যতামূলকভাবে ফেস কভার বা ফেস মাস্ক পরতে হবে। কর্মস্থলেও মাস্ক পরা বাধ্যতামূলক। জনসমক্ষে মাস্ক না পরলে ১০,০০০ টাকা জরিমানা ধার্য করা হবে। ২) করোনার সংক্রমণ রুখতে কঠোরভাবে সর্বত্র সামাজিক দূরত্ব অর্থাৎ ছ’ফুটের দূরত্ব বিধি মেনে চলতে হবে। ৩) বিয়ের অনুষ্ঠানে সর্বোচ্চ ৫০ জনকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে। ৪) করোনায় যাঁদের মৃত্যু হয়নি, তাঁদের শেষকৃত্যে ২০ জনের বেশি মানুষ উপস্থিত থাকতে পারবেন না। ৫) যে কোনও সামাজিক জমায়েতের জন্য স্থানীয় প্রশাসনের থেকে অনুমতি নিতে হবে। ৬) জনসমক্ষে থুতু ফেলার উপর নিষেধাজ্ঞা জারি থাকবে। ৭) যাঁরা ভিনরাজ্য থেকে কেরালা আসছেন, তাঁদের কেরালা সরকারের ই-প্ল্যাটফর্মে নিজেদের নথিভুক্ত করতে হবে। তবে আন্তঃরাজ্য যাতায়াতের জন্য কোনও পাস লাগবে না। ৮) সামাজিক দূরত্বের বিধি মেনে চলার জন্য রাজ্যের সর্বত্র যে কোনও দোকানে ২০ জনের বেশি মানুষকে জমায়েতের অনুমতি দেওয়া হয়নি।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022