Notice: Undefined offset: 0 in /home4/newstime/public_html/wp-content/themes/newsium/functions.php on line 406

কেরলে করোনার বলি ৪ মাসের শিশু

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে দেশজুড়ে আতঙ্ক বেড়েই চলেছে। কোন ভাবেই থামছেনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। ইতিমধ্যেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। শিশু থেকে শুরু করে প্রৌঢ় কেউই এই মহামারির কবল থেকে রক্ষা পাচ্ছেননা। এবার করোনা প্রাণ কেড়ে নিল ৪ মাসের এক শিশুর। কেরালের কোঝিকোড় সরকারি মেডিকেল কলেজে চিকিৎসা চলাকালিন শুক্রবার মৃ্ত্যু হয়েছে ওই দুধের শিশুর। 

ইন্সটিটিউট অফ মেটারনাল অ্যান্ড চাইল্ড হেল্থের (আইএমসিএইচ) তরফে জানানো হয়, জন্মগত ভাবেই শিশুটির হার্টের সমস্যা ছিল। প্রথমে নিউমোনিয়ার উপসর্গ থাকার কারেন ১৮ এপ্রিল ওই শিশুটিকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু পরিস্থিতি উন্নতি না হওয়ায় ফের ২১ এপ্রিল তাকে অন্য একটি  হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়তে থাকায় অবশেষে কোঝিকোড় সরকারি মেডিকেল কলেজে নিয়ে আসা হয় তাঁকে। 

সেখানে প্রথমেই ওই দুধের শিশুর করোনা পরীক্ষার জন্য মনুনা সংগ্রহ করা হয়। রিপোর্ট এলে জানা যায় সে করোনায় আক্রান্ত। ইতিমধ্যেই ওই শিশুটির মা-বাবারও করোনা টেস্ট করা হয়েছে। একইসাথে শিশুটির চিকিৎসায় যেসমস্ত চিকিৎসকেরা নিয়োজিত ছিলেন তাঁদের সকলকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। 

পরিবার সুত্রে খবর, ওই শিশুটির এক আত্মীয় সম্প্রতি বিদেশ থেকে ফিরেছিলেন। তাঁরও করোনা পজেটিভ হয়েছে। কিন্তু কোন ভাবেই তিনি শিশুটির সংস্পর্শে আসেননি। সুতরাং কিভাবে ওই সদ্যজাত করেনায় আক্রান্ত হল, সে বিষয়টিই এখন খতিয়ে দেখা হচ্ছে। 

Inform others ?
Show Buttons
Hide Buttons