
তাঁর দিল্লি যাত্রা নিয়ে সবাই মুখিয়ে আছে। আদেও তৃণমূলের ‘হেভিওয়েট’ নেতা অনুব্রত মণ্ডল শেষমেশ দিল্লি যান কি না তা দেখার জন্য, জানার জন্য অপেক্ষা করে আছে গোটা রাজ্য । কী আছে কেষ্টার কপালে? দিল্লির জেল নাকি রাজ্যের জেল? তা জানা শুধুই সময়ের অপেক্ষা । তবে নিজের দিল্লি যাত্রা আটাকাতে মরিয়া অনুব্রত । ‘ফিসচুলা ফেটে গেছে’ বলেও কাতর আবেদন জানিয়েছেন আদালতকে । তাতেও লাভ হয়নি বিশেষ !
সকাল থেকেই আসানসোল বিশেষ সংশোধনাগারের সামনে পুলিশী তোড়জোড়। সম্ভবত অসুস্থ অনুব্রত মন্ডল কে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হবে। তার ফিসচুলার পরীক্ষা করবেন চিকিৎসকেরা।
Latest posts by Priyanka Banerjee (see all)
- হাজিরা এড়ালেন কালীঘাটের কাকু? - March 20, 2023
- রেল স্টেশনের টিভিতে ‘অ্যাডাল্ট মুভি’! হতবাক সকলেই - March 20, 2023
- এখনও অসুস্থ বিগ বি? - March 20, 2023