
গত তিন দিন ধরে আন্দুলের বেসরকারি হাসপাতাল নারায়ানা তে শুয়ে লড়াই করছেন টলি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা । দু’বার ক্যানসারকে হারিয়ে জিতে ফিরেছিলেন তিনি । এরপর আবারও হঠাৎই ব্রেন স্ট্রোক । আবার হাসপাতালের বিছানায় শুয়ে লড়ে যাচ্ছেন লড়াকু ঐন্দ্রিলা, জীবন শক্তিতে ভরপুর একটা প্রাণ ।
গতকাল চোখ মেলে চেয়েছিলেন, হাতও নাড়িয়েছিলেন । তবে সূত্র অনুযায়ী কোনও খবর আসেনি আজ । সুস্থ হয়ে উঠুক ‘ফাইটার’ ঐন্দ্রিলা । ওঁর দ্রুত আরোগ্য কামনায় আমরা সবাই ।
Latest posts by Priyanka Banerjee (see all)
- অবশেষে তিহাড় জেলেই ঠাঁই হল কেষ্টার - March 21, 2023
- ক্যান্সার আক্রান্ত বাবাকে দেখতে গিয়ে দেওয়া হল না উচ্চমাধ্যমিক পরীক্ষা - March 21, 2023
- হাজিরা এড়ালেন কালীঘাটের কাকু? - March 20, 2023