
নিউজটাইম ওয়েবডেস্ক : বাংলার পুর ও নগরোয়ন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম কি দুটি লাভজনক সংস্থায় আছেন? সে বিষয়ে জানতে চেয়ে মুখ্যসচিব রাজীব সিনহাকে চিঠি পাঠাল নির্বাচন কমিশন।
নবান্ন সূত্রের খবর, চলতি মাসের গোড়ায় ফিরহাদ সংক্রান্ত ন’টি প্রশ্নের জবাব চান কমিশনের অন্যতম অধিকর্তা বিজয়কুমার পাণ্ডে। কলকাতা পৌরনিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান হিসেবে ফিরহাদের দায়িত্ব এবং বেতনের বিষয়েও জানতে চাওয়া হয়েছে। একইসঙ্গে কমিশনের কর্তা জানতে চেয়েছেন, ফিরহাদের বিধায়ক পদ কেন খারিজ করা হবে না। সূত্রের খবর, গত ২২ জুন ফিরহাদের বিষয়ে কমিশনকে চিঠি লেখেন রাজ্যপাল জগদীপ ধনখড়ের অতিরিক্ত মুখ্যসচিব সতীশ তিওয়ারি। তিনি জানান, ফিরহাদ দুটি লাভজনক পদে আছেন, এমন অভিযোগ পেয়েছেন রাজ্যপাল। সংবিধানের ১৯১ (১) (এ) ধারার আওতায় সেই অভিযোগপত্রে ফিরহাদের বিধায়ক পদ খারিজের দাবিও জানানো হয়েছে। রাজভবনের সেই চিঠির ভিত্তিতেই নবান্নের থেকে জবাব চেয়েছে কমিশন। চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন রাজ্য সরকারের এক শীর্ষ কর্তা। তিনি বলেন, ‘হ্যাঁ। এই বিষয়ে আমরা একটি চিঠি পেয়েছি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। যখন সঠিক সময় আসবে, তখন আমরা উত্তর দেব।’ ফিরহাদ অবশ্য জানিয়েছেন, প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান হিসেবে তিনি কোনও বেতন, ভাতা বা বিশেষ সুবিধা নেন না। বরং বিজেপি এবং রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন ফিরহাদ। তাঁর কথায়, ‘বিজেপি এবং রাজ্যপাল যৌথভাবে আমাদের (তৃণমূল কংগ্রেস সরকার) বিরক্ত করতে চাইছেন। আদালত আমায় দায়িত্ব পালন করে যেতে বলেছে এবং সেইমতো আমি কাজ চালিয়ে যাব।’Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022